সিলেটে হরতাল-অবরোধের মিছিলে সরব পাড়া মহল্লা
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটে নিরুত্তাপ হরতাল অতিবাহিত হয়েছে। গরতাল সমর্থকরা নগরীর বিভিন্ন পাড়া-মহল্লায় গোপনে মিছিল করেছেন। পূর্ব জিন্দাবাজারে ছাত্রদলের একটি মিছিলে পুলিশের ধাওয়া দিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল অবরোধের সমর্থনে সিলেট নগরীর পূর্ব জিন্দবাজারে জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে মিছিল বের করা হয়। মিছিল বের করার পর খবর পেয়ে পুলিশ মিছিলকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। বিকেল ৩টার পূর্ব জিন্দবাজার এলাকায় এ ঘটনা ঘটে। মহনগর ছাত্রদল নেতা বেলায়েত হোসেন মোহন ও লায়েক আহমদ এবং অলি চৌধুরীর নেতৃত্বে এ মিছিল বের করা হয়। বেলা ২টায় মিছিলটি কাজীটুলা বাজার থেকে মিছিল বের করে বিএনপি সেচ্ছাসেবক দল ও ছাত্রদল। মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক অধ্যাপক আজমল হোসেন রায়হান, ইলিয়াস মুক্তি ছাত্র সংগ্রাম পরিষদের যুগ্ম আহবায়ক ফাহিম রহমান মৌসুম। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতা, খালেদুর রশিদ ঝলক, আবদুল কাইয়ুম, দেওয়ান নিজাম খান, আলতাফ হোসেন টিটু, জাবেদ আহমদ জীবন, দেলোয়র হোসেন চৌধুরী, তৌহিদুল ইসলাম আবু প্রমুখ। নগরীর নবাবরোডে মিছিল করেছে ছাত্রদল। বিকেল ৪টায় সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতা আফসর খানের নেতৃত্বে মিছিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা আশরাফুল হক, সুমন মিয়া, মুনিম, রাজন, আহমেদ সুলতান, জয়নাল, রাশেদ, শাজন, রাসেল, আরমান প্রমুখ।
নগরীর হাওয়াপাড়ায় মিছিল করেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী। বিকেল ৪টায় এ মিছিল অনুষ্ঠিত হয়। এত উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা সুহেল ইবনে রাজা, মোবারক হোসেন তুহিন, মাছুম পারভেজ, সুরমান আহমদ বিপ্লব, জাবেদ আহমদ, জিয়াউল ইসলাম রাজন, কবির আহমদ, সামাদ আহমদ প্রমুখ।
নগরীর দক্ষিণ সুরমায় মিছিল সমাবেশ করেছে সিলেট মহানগর জামায়াত। মিছিলে অংশ নেন সিলেট মহানগর জামায়াত নেতা, মাওলানা মুজিবুর রহমান, ইঞ্জিনিয়ার শাহজাহান কবির রিপন, এডভোকেট মকসুদ আহদ, এডভোকেট আব্দুল খালিক, ইসলামী ছাত্র শিবির নেতা জুনাইদ আল হাবীব প্রমুখ। বেলা ১টায় সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ এর নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল করা হয়। মিছিলে উপস্থিত ছিলেন আব্দুল করিম জুনাক, আলী হাসান হাবিব, রুমান আহমদ রাজু, জাবেদুর রহমান জাবেদ, শাহিদ খাঁন, ইমরান আহমদ প্রমূখ।
এদিকে হরতালে সকল ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর প্রতিটি পয়েন্টে ছিল অতিরিক্ত পুলিশ মোতায়েন। নগরীর ভিতরে ও বাহিরে ছোট-বড় যানবাহনও চলাচল করেছে স্বাভাবিকভাবে।
অপরদিকে , হবিগঞ্জে সকাল সাড়ে ৯টায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ও বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিমের নেতৃত্বে বিক্ষোভ মিছিলে অন্যান্যের মধ্যে ছিলেন পৌর প্যানেল মেয়র আবুল হাসিম, সদর থানা স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক এম এ মন্নান, সামছুল ইসলাম মতিন, আবুল কালাম, এস এম মানিক, কাসেম বিলাহ নোমান, শাহাবউদ্দিন আহমেদ, ওয়াহিদুর রহমান ওয়াহিদ, মহিবুল ইসলাম সোহেল, শোয়েব চৌধুরী, সাইদুর রহমান, তারা মিয়া, লিটন সরকার প্রমূখ।
এদিকে, বুধবার দিবাগত রাত প্রায় ৩টায় শহরের মাহমুদাবাদে একটি পিকআপ ভ্যান পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। এতে গাড়িটির সম্মুখভাগ পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সদর থানার এসআই দেলোয়ারের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। পিক-আপ ভ্যান চালক আব্দুল মালেক জানান, প্রায় ১৫ দিন আগে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় পিকআপ ভ্যানটি (ঢাকা মেট্রো-ম-৫৬৯৮) ওই স্থানে রাখা ছিল।