সাবেক এমপি এম এম শাহীনসহ আহত ১৩ : আটক ৩

কুলাউড়ায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশের টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ

Kulaura BNP Pic-1কুলাউড়ায় বিএনপির কালো পতাকা মিছিলে পুলিশ লাঠিচার্জ টিয়ারশেল নিক্ষেপ করেছে। এতে সাবেক এমপি এম এম শাহীন ও তিন পুলিশ এবং এক সাংবাদিকসহ ১৩ জন আহত হয়েছেন। এ সময় পুলিশ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মইজ উদ্দিনসহ তিনজনকে আটক করেছে।

জানা যায়, কেন্দ্র ঘোষিত বিএনপির কর্মসূচি উপলক্ষে সকাল ১১টায় জেলা বিএনপির Kulaura BNP Picসাবেক সহসভাপতি ও সাবেক এমপি এম এম শাহীনের নেতৃত্বে উত্তরবাজারস্থ দলীয় কার্যালয় থেকে বিএনপি মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। তখন বিএনপির নেতারা সেখান থেকে চলে যান। এক ঘণ্টা পর ৫ শতাধিক নেতাকর্মী নিয়ে পুনরায় কালো পতাকা মিছিল বের হয়। মিছিলটি শহর প্রদক্ষিণ শেষে কার্যালয়ে ফেরার পথে Kulaura BNP Pic-2পুলিশ পেছন থেকে ধাওয়া করলে মিছিল থেকে পাল্টা ইট পাটকেল নিক্ষেপ করা হয়। এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এরপর থেকে শহরে চরম উত্তেজনা ও ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রায় ১ ঘণ্টা কুলাউড়া বড়লেখা সড়কে যান চলাচল বন্ধ ছিল। পুলিশের সাথে ছাত্রলীগও মহড়া দিয়েছে। পুলিশ পথচারীসহ সাধারণ মানুষের উপর হামলা চালিয়েছে। এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি (তদন্ত) আতিকুর রহমান জানান, তিন পুলিশ সদস্য আহত হয়েছে, আমাদের উপর হামলা হয়েছে তাই আমরাও পাল্টা হামলা করেছি।