রাজনগরে পৃর্ব পরিকল্পিত ভাবে চা দোকান ও বাড়ীতে হামলা ভাংচুরের অভিযোগ
মশাহিদ আহমদ, মৌলভীবাজার: রাজনগরে পৃর্ব পরিকল্পিত ভাবে চা দোকান ও বাড়ীতে হামলা ভাংছুর করার অভিযোগ করলেন অপর প্রতিবেশী। জানা যায়- রাজনগর উপজেলার পরচক গ্রামের মোঃ ছবুর মিয়ার পুত্রদ্বয় তাদের পারিবারিক সমস্যা সমাধানের লক্ষ্যে পরিবারের লোকজনদের নিয়ে সমাধানের উধ্যোগ গ্রহন করা হয়। ঐ পারিবারিক মিমাংসা বৈঠকে দাওয়াত না করায় ক্ষিপ্ত হয়ে গত ৪ ফেব্রুয়ারী সদ্ধ্যায় মহলাল চৌধুরীবাজার রজিব মিয়ার চা ষ্টলে এসে পার্শবর্তী বাড়ীর সোনাবর মিয়ার পুত্র খালেদ মিয়া (২২) অতর্কিত ভাবে দোকানে হামলা চালিয়ে রজিব মিয়া সহ তার অপর এক কর্মচারীকে পিটিয়ে আহত করে। এ সময় তার হাল্লা চিৎকার শুনে বাজারের লোকজন তাকে উদ্ধার করে। বাজারে হামলা দিয়েই ক্ষান্ত হয়নি ঘটনার ১ ঘন্টা পর দা দিয়ে বাড়ীতে হামলা চালিয়ে ঘরের মেঝেতে থাকা আসবাবপত্র সহ মৃল্যবান জিনিস পত্র ভাংচুর করে খালেদ ও তার সহযোগীরা। ভুক্তভোগী রজিব ও তার মা ফুলেছা বিবি জানান- খালেদগংরা এলাকায় প্রবল প্রভাব বিস্তার থাকার কারনে আমরা তাদের যন্তনায় অতিষ্ট। প্রায় সময় আমাদের উপর অন্যায় ভাবে জুলুম নির্যাতন চালায়। ঘটনার দিন একই ভাবে আমাদের ঘরে হামলা চালিয়ে নগদ টাকা,স্বর্নালংকারসহ মৃল্যবান জিনিষ নিয়ে গেছে। আমরা এ ব্যাপারে মহলাল চৌধুরীবাজার কমিটির সভাপতি ও সাধারন সম্পাদককে বিষয়টি অবগত করেছি। এ ব্যাপারে অভিযুক্ত খালেদের বক্তব্য নেয়ার চেষ্টা করলেও তাকে পাওয়া যাযনি এবং আশপাশের কেহ এ ঘঠনার ব্যাপরে বক্তব্য প্রদান করতে রাজি হয়নি।