মৌলভীবাজারে লন্ডনী পাত্র-পাত্রীর অভিভাকক সেজে প্রতারনা

অভিযুক্তকে উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল জনতা

protaronaমশাহিদ আহমদ, মৌলভীবাজারঃ মৌলভীবাজারে লন্ডনী কন্যার অবিভাবক সেজে অভিনব প্রতারনার অভিযোগে প্রতারক মবু মিয়া ও ভূয়া লন্ডনী কন্যা ছফিনা বেগম (৪০) কে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে জনতা। জানা যায়- মবু মিয়া ও ছফিনা বেগম দীর্ঘদিন যাবৎ মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন এলাকায় সুদর্শন লন্ডনী পাত্র-পাত্রীর মা-বাবা পরিচয় দিয়ে এবং বৃটিশ পাসপোর্ট দেখিয়ে প্রতারনা করে আসছিল। তাদের প্রতারনার শিকার ভুক্তভোগী মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ব্রাহ্মনগাঁও গ্রামের মৃতঃ ওয়াজিদ মিয়ার পুত্র আলহাজ্ব ক্বারী মখলিছুর রহমান গত ৭ ফেব্রুয়ারী মৌলভীবাজার কুসুমবাগ এলাকায় প্রতারকদের দেখতে পেয়ে তাদের দেয়া ৫ লাখ টাকা ফেরৎ চান। প্রতারকরা তাকে না চেনার ভান করলে মখলিছুর রহমান স্থানীয় লোকজনের সহায়তায় তাদেরকে আটক করেন। উত্তেজিত জনতার ভিড় দেখে ওই স্থানে কর্মরত মৌলভীবাজার মডেল থানার এস.আই মোহাম্মদ কামাল হোসেন ঘটনাস্থলে এগিয়ে গিয়ে উত্তেজিত জনতার হাত থেকে তাদেরকে উদ্ধার ও গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। এ ঘটনায় এস.আই কামাল বাদী হয়ে একটি জিডি (নং-২৪৭, তারিখ- ০৭/০২/১৫ইং) করেন এবং প্রতারকদেরকে ফৌঃ কাঃ বিঃ ৫৪ ধারায় মৌলভীবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে সোর্পদ করলে আদালত প্রতারকদেরকে জেলহাজতে প্রেরণ করেন। আলহাজ্ব ক্বারী মখলিছুর রহমান সূত্রে প্রকাশ- মবু মিয়া ও ভূয়া লন্ডনী কইন্যা ছফিনা বেগম পেশাদার প্রতারক। সুদর্শন লন্ডনী পাত্র-পাত্রীর মা-বাবা সেজে এরা সহজ সরল লোকজনের সাথে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিয়ে গা ঢাকা দেয়। গ্রেফতারকৃত ছফিনা বেগম মৌলভীবাজার সদর উপজেলার দুঘর গ্রামের ছুরুক মিয়ার স্ত্রী এবং মবু মিয়া একই উপজেলার মমরুজপুর গ্রামের মৃতঃ হাজী আব্দুল বারীর পুত্র বলে জানা গেছে।