জগন্নাথপুরে সড়ক দূর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত
জগন্নাথপুর সংবাদদাতাঃ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় সড়ক দূর্ঘটনায় ৫ এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। শনিবার বিকেল ৩টায় জগন্নাথপুর-রশিদপুর সড়কের ইসাকপুর আল জান্নাত মাদ্রাসার নিকটবর্তী স্থানে এ ঘটনা ঘটে। আহতরা হলেন স্বর্ণা দাস,পলি দাস,লিপি বেগম,রাজিব আহমদ,আফজাল হোসেন। তাদেরকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যেক্ষদর্শীরা জানান,জগন্নাথপুর উপজেলা সদর থেকে এসএসসি পরীক্ষা শেষে একটি অটোরিক্সা যোগে মীরপুর ইউনিয়নের আধুরা গ্রামের বাড়ি ফেরার পথে আল জান্নাত মাদ্রাসার সামনে এসে নিয়ন্ত্রন হারিয়ে অটোরিক্সাটি উল্টে যায়। এতে ৫ শিক্ষার্থী আহত হন। পরে স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।