জুড়ীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি
বিশ্বজিৎ রায়, মৌলভীবাজার : মৌলভীবাজারের জুড়ীতে এক সাংবাদিককে মোবাইলফোনে প্রাণনাশের হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। জানা গেছে, ২৮ জানুয়ারি বুধবার রাত আটটায় দৈনিক ভোরের কাগজের জুড়ী উপজেলা প্রতিনিধি সাইফুল ইসলাম সুমনকে অজ্ঞাতনামা এক ব্যক্তি সিলেটের আঞ্চলিক ভাষায় ০১৯৪১-১৪ ৯০ ৮২ মোবাইল নাম্বার থেকে তার মোবাইলফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দেয়। সম্প্রতি তার পত্রিকায় প্রকাশিত দুটি সংবাদের বিষয় তুলে ধরেও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কেন সংবাদ পরিবেশন করেছে সে ব্যাপারেও কৈফিয়ত চায় ওই ব্যক্তি। এ ঘটনার পর থেকে সাংবাদিক সাইফুল ইসলাম সুমন নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ব্যাপারে জুড়ী থানায় একটি জিডি করা হয়েছে। অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন জুড়ী উপজেলা প্রেসকাব সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি মন্জুরে আলম লাল, সাধারন সম্পাদক দৈনিক মানব জমিন প্রতিনিধি ফখরুল ইসলাম, দৈনিক প্রথম আলো প্রতিনিধি কল্যাণ প্রসূন চম্পু, দৈনিক আমাদের সময় প্রতিনিধি সিরাজুল ইসলাম, দৈনিক আমার দেশ প্রতিনিধি হারিস মোহাম্মদ, দৈনিক নয়াদিগন্ত প্রতিনিধি এবিএম নুরুল হক, দৈনিক সংগ্রাম প্রতিনিধি এম সামসুল ইসলাম, দৈনিক আমাদের অর্থনীতি প্রতিনিধি এম রাজু আহমেদ, দৈনিক ডেসটিনি প্রতিনিধি মাহবুবুল আলম রওশন, জুড়ী নিউজ টোয়েন্টিফোর সম্পাদক এম ইমরানুল ইসলাম, দৈনিক নিউজ প্রতিনিধি শাহ আলম প্রমূখ।