সিলেটে ট্রাক ও পুলিশবাহী লেগুনায় অগ্নিসংযোগের ঘটনায় দুই মামলা
সুরমা টাইমস ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন পারাইরচকে ট্রাকে ও নগরীর লামাবাজারে হিউম্যান হলারে (লেগুনায়) পেট্রোল বোমা মেরে অগ্নিসংযোগের ঘটনায় পৃথক থানায় দুইটি মামলা হয়েছে। বুধবার দিবাগত রাতে সংশ্লিষ্ট গাড়ির চালকরা ৫৫ জনকে আসামী করে মামলা দুটি দায়ের করেন।
সিলেট কোতোয়ালী থানার ওসি আসাদুজ্জামান জানান, লামাবাজারে লেগুনায় পেট্রোল বোমা মেরে আগুন দেয়ার ঘটনায় লেগুনা চালক জাবেদ আহমদ বাদি হয়ে অজ্ঞাত ২০-২৫ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। পেট্রোল বোমা হামলাকারীদের গ্রেফতারে পুলিশের একটি টিম কাজ করছে।
আলমপুর ফাড়ির এসআই জয়ন্ত জানান, পারাইরচকে পেট্রোল বোমা মেরে আগুন দেয়ার ঘটনায় ট্রাক চালক রিপন বাদি হয়ে মামলা করেছেন। মামলায় অজ্ঞাতনামা ২৫-৩০ জনকে আসামী করেছেন।
প্রসঙ্গত, গত বুধবার বিকেলে পারাইরচকে কমলাবোঝাই ট্রাকে এবং রাতে পুলিশ ডিউটির জন্য মিরের ময়দানস্থ পুলিশ লাইনে যাওয়ার পথে লামাবাজারে একটি লেগুনায় পেট্রোল বোমা মেরে আগুন ধরিয়ে দেয় হরতাল-অবরোধ সমর্থকরা।