জেবুন্নেছার বাসায় বোমা হামলা : আ’লীগের দুই নেতা-নেত্রীর বিরুদ্ধে সমন

Jebunnessaসুরমা টাইমস ডেস্কঃ সিলেট নগরীর তাঁতীপাড়ায় মহিলা আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় বোমা হামলা মামলার সাক্ষী আওয়ামী লীগের দু’নেতা-নেত্রীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত। সোমবার সিলেটের বিশেষ দায়রা জজ (জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল)’র বিচারক মো. মঈদুল ইসলাম এ সমন জারি করেন।
সমনপ্রাপ্ত সাক্ষীরা হচ্ছেন- আওয়ামী লীগ নেতা সৈয়দ নুরুল ইসলাম ও আওয়ামী লীগ নেত্রী হামিদা বেগম। মামলার ৩২ জন সাক্ষীর মধ্যে এ পর্যন্ত মোট ১১ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে।
আদালত আগামী ১২ অক্টোবর মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেন।
এর আগে সোমবার সকালে কঠোর নিরাপত্তার মাধ্যমে পুলিশ এ মামলায় অভিযুক্ত হরকাতুল জিহাদের (জেএমবি)’র ক্যাডার দেলোয়ার হোসেন রিপনকে আদালতে হাজির করে।
অভিযুক্ত মুফতি আব্দুল হান্নান, মো. মফিজুল ইসলাম, মুফতি মঈন উদ্দিন শেখ ওরফে আবু জান্দাল ও মো. শরীফ সাহেদুল আলম বিপুল অন্য মামলায় ঢাকায় অবস্থান করায় তাদেরকে সোমবার আদালতে হাজির করা সম্ভাব হয়নি। মামলার অপর আসামী হুমায়ুন কবীর হিমু পলাতক রয়েছে।
প্রসঙ্গত, ২০০৪ সালের ২৪ ডিসেম্বর বিকেল সোয়া ৪টার দিকে সিলেট নগরীর তাঁতীপাড়ায় মহিলা আওয়ামী লীগের নেত্রী ও সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হকের বাসায় আওয়ামী লীগের নেত্রীদের নিয়ে এক সভা চলছিলো ।
এ সময় বোমা হামলার ঘটনা ঘটে। বোমার আঘাতে সৈয়দা জেবুন্নেছা হকসহ ৮ নেত্রী গুরুতর আহত হন। এ ঘটনায় জেবুন্নেছা হকের স্বামী এনামুল হক বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামী করে কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেন। । দীর্ঘ তদন্ত শেষে সিলেট সিআইডির পুলিশ পরিদর্শক মোঃ শামীম উর রশীদ পীর উল্লিখিত জেএমবি নেতাদের বিরুদ্ধে ২০১১ সালের ২৬ জুলাই আদালতে এ মামলার চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন। পরে এ মামলায় অভিযুক্তদের বিরুদ্ধে আদালত চার্জগঠন করে বিচারকার্য শুরু করেন।