কলেজ ছাত্রের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মিছিল সামাবেশ

Kaosar Ahmedসুরমা টাইমস ডেস্কঃ সিলেট সদর উপজেলার হাটখোলা ইউনিয়ন পরিষদের তথ্য সেবা কেন্দ্রের উদ্দ্যোক্তা ও দক্ষিন সুরমা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র কাওছার আহমদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে স্থানীয় শিবের বাজারে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকাল ৩ ঘটিকার সময় হাটখোলা জালালাবাদ সর্বস্তরের ছাত্র সমাজের ব্যনারে এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সামাবেশে বক্তারা বলেন, কাওছার আহমদ একজন নম্র, ভদ্র অত্যান্ত মেধাবী ছাত্র। তার উপর যে বা যারা হামলা করেছে নি:সন্দেহে এটি নিকৃষ্টতম ও ন্যাক্কার জনক কাজ। যত দ্রুত সম্ভব এই সন্ত্রসিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে। হাটখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জমির উদ্দিনের সভাপতিত্বে ও বাংলাদেশ মানব কল্যান পরিষদ সিলেট সদর উপজেলার সাংগঠনিক সম্পাদক জুনেদ আহমদের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: আজির উদ্দিন, মো: মুশাহিদ আলী, এলাকার বিশিষ্ট মুরব্বি মাষ্টার শামসুদ্দিন, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ফখর উদ্দিন, হাটখোলা জালালাবাদ দুর্নিতি দমন কমিটির সভাপতি হাফিজ গিয়াস উদ্দিন, তালামীযে ইসলামিয়া সিলেট সদর উপজেলার সভাপতি মুহাম্মদ ওলীউর রহমান মানিক, হাটখোলা ইউনিয়ন পরিষদের মেম্বার এটিএম সেলিম, হাটখোলা ইউ.পি আওয়ামীলিগ নেতা মো: আব্দুর রহমান, আল ইসলাহ নেতা মাওলানা শিব্বির আহমদ, ছাত্রলীগ নেতা মো: লিটু মিয়া, ইসলাম উদ্দিন প্রমূখ।
উল্লেখ্য যে, দক্ষিন সুরমা কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের ছাত্র মো: কাওছার আহমদ (২১) গত শনিবার রাতে শিবের বাজার থেকে তার নানার বাড়ী পাগইল যাওয়ার পথে হামলার শিকার হয়। এসময় দুর্বিত্তরা তাকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে আহত কাওছার আহমদের মা আছারুন নেছা বাদী হয়ে জালালাবাদ থানায় ৩ জনকে আসামী করে মামলা দায়ের করেছেন। মামলা নং ১/১২।