জকিগঞ্জের বারহালে গ্যাসের দাবিতে মানববন্ধন

zakigonj pic 03.02.15জকিগঞ্জ প্রতিনিধি: উপজেলার বারহাল ইউনিয়নে গ্যাস সরবরাহের দাবিতে গতকাল মঙ্গলবার “গ্যাস আন্দোলন পরিষদ বারহাল” এর উদ্যোগে জকিগঞ্জ-সিলেট সড়কের শাহগলী বাসষ্টেশনে মানববন্ধন কর্মসূচি পালিত হয় । মানবন্ধনে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র-ছাত্রী শিক্ষক, ব্যবসায়ী, রাজনীতিবিদ সহ সর্বস্থরের শ্রেণী ও পেশার লোকজন স্বতঃস্ফুতভাবে অংশ গ্রহণ করে। মানববন্ধনে সমাজসেবী সরফ উদ্দিন চৌধুরী সভাপতিত্বে বক্তব্য রাখেন গ্যাস আন্দোলনের প্রধান উদ্যোক্তা জিয়াউর রহমান চৌধুরী, মোস্তাক আহমদ চৌধুরী, সাংবাদিক এখলাছুর রহমান, লোকমান আহমদ চৌধুরী, মনজুরুল হামিদ চৌধুরী, ওলিউর রহমান, ময়নুল হক, আব্দুল হক লনি, নাজির আহমদ, জাহাঙ্গির আলম, তাজ উদ্দিন, আব্দুল্লাহ তাপাদার, ফারুক আহমদ, সাইফুর রহমান, বেলাল আহমদ, দুলাল আহমদ প্রমূখ। মানববন্ধনে বক্তাগণ বলেন সিলেটের গ্যাস দেশের অন্যান্য স্থানে সরবরাহ করা হচ্ছে। পার্শ্ববর্তী বিয়ানীবাজারে উপজেলায় গ্যাস সংযোগ থাকলেও জকিগঞ্জের বারহাল ইউনিয়নে গ্যাস সরবরাহ না করায় সরকারের বিমাতাসূলভ আচরনের বহিঃপ্রকাশ ছাড়া কিছুই নয়। জকিগঞ্জবাসী দীর্ঘদিন ধরে গ্যাস সরবরাহের দাবি জানিয়ে আসছে। মানববন্ধনে সিলেটের জেলা প্রশাসক বরবারে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত হয়।