হরতালের তৃতীয় দিনে সিলেট নগরীর হালচাল
পাঠানটুলা, শাহী ঈদগাহ, নবাব রোড, জেলরোডে ছাত্রদলের মিছিল, রাস্তায় আগুন
সুরমা টাইমস ডেস্কঃ ২০ দলীয় জোটের ডাকা দেশব্যাপী ৭২ ঘণ্টার হরতালের তৃতীয় দিনে সিলেটে বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেছে সমর্থনকারীরা। লাগাতার অবরোধ কর্মসূচির মধ্যেই রবিবার সকাল ৬টা থেকে ৭২ ঘণ্টার এই হরতাল শুরু হয়। আগামীকাল বুধবার সকাল ৬টায় শেষ হওয়ার কথা থাকলেও পরবর্তীতে হরতাল বৃহস্পতিবার পর্যন্ত চালিয়ে যাওয়ার ঘোষনা দিয়েছে ২০ দল।
মঙ্গলবার লাগাতার অবরোধের ২৯তম দিন এবং ৭২ ঘণ্টা হরতালে তৃতীয় দিনে সিলেট নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। মোতায়েন ছিল পুলিশ। হরতাল-অবরোধের সমর্থনে মিছিল-পিকেটিং ঠেকাতে সর্বত্র আইনশৃঙ্খলা বাহিনীর সতর্ক তৎপরতা লক্ষ্য করা গেছে। এরপরও নগরীতে তৎপর ছিল ২০ দলীয় জোট।
মঙ্গলবার সকালে সিলেট জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ এর নেতৃত্বে নগরীর শাহী ঈদগাহ এলকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় তারা রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ করে। মিছিলে উপস্থিত ছিলেন, ছাত্রদল নেতা আব্দুল করিম জুনাক, আলী হাসান হাবিব, রুমান আহমদ রাজু , জাবেদুর রহমান জাবেদ প্রমূখ।
দুপুরে নগরীর জেল রোড এলাকায় মিছিল করেছে জেলা ও মহানগর ছাত্রদল। মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা বেলায়েত হোসেন মোহন, জেলা ছাত্রদল নেতা অলি চৌধুরী, লায়েক আহমদ, এমসি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি রাশেদুল হাসান খালেদ, ইস্টালিং তারিয়ান, জুয়েল আহমদ জুবেদ, সবুজ আহমদ, ভীরু আহমদ, রুবেল ইসলাম, নজরুল ইসলাম, আলী হোসেন, সাজু মাহমুদ, মিনছার আহমদ, রিপন আহমদ, জুসেফ আহমদ, সুহেল আহমদ, জাকারিয়া আহমদ চৌধুরী, মইন খান, সামাদ আহমদ, ফয়জুর রহমান, আজাদ, রুবেল, নূর, শাহিদ, কবির, নান্নু প্রমুখ।
বিকাল ৩টায় মিছিলটি কুমারপাড়া ঝর্নারপাড় এলাকায় মিছিল করেছে সিলেট মহানগর ছাত্রদল।মিছিলে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদল নেতা মো. এলিন শেখ, ফয়জুল হক রাজু, আবুল কালাম, ফরহাদ আহমদ, মুক্তার হোসেন, কায়েছ আহমদ, রাজন ভট্টাচার্য, ফাহিম ইসলাম তুহা, আরিফুর রহমান,আফজাল হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মোর্শেদ, সোহাগ আহমদ, জুম্মন আহমদ, ইমরান আহমদ, শামীম আহমদ, ফয়েজ আহমদ, ইমতিয়াজ হোসেন মাহমুদ, হেলাল আহমদ, কামরুল ইসলাম, রুবেল আহমদ, রিকি দেব, ইসমাইল হোসেন রনি, মুনির আহমদ,আল-আমিন আহমদ, মহরম আহমদ, দুলাল আহমদ, রাকিব বাছার প্রমুখ।
বেলা ২টায় মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও মহানগর ছাত্রদল নেতা কাজী মেরাজ এর নেতৃত্বে নগরীর নবাব রোডে বিক্ষোভ মিছিল করা হয়।
মিছিলে উপস্থিত ছিলেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদল নেতা রাসেল আহমদ, আমিনুল ইসলাম আমিন, শাকিব আল হাসান, কয়েস আহমদ মনসুর, জাকির আহমদ, বাসিত আহমদ, নাহিয়ান আহমদ রিপন, লুৎফুর রহমান মোহন, বেলাল আহমদ, রাসেল আহমদ, আলমগীর হোসেন, দেলওয়ার হোসেন আপন, রুবেল আহমদ, ওয়াহিদ খান রিপন, আদনান হোসেন শিমুল, মামুন হোসেন, জাকির আহমদ, সাদ্দাম হোসেন, মামুন আহমদ, শুভ দেবনাথ, শাওয়ন আহমদ, শুভ আহমদ, জামাল আহমদ, আব্দুল রহমান তানিম, জায়েদ আহমদ খান, বেলাল আহমদ খানসহ শতাধিক নেতাকর্মী।
নগরীর পাঠানটুলা এলাকায়ও সিলেট জেলা ও মহানগর ছাত্রদল উদ্যোগে মিছিল করা হয়েছে। এ সময় তারা রাস্তায় আগুন দিয়ে সড়ক অবরোধ করে।
এই মিছিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলে সাধারণ সমম্পাদক আবু সালেহ মো. লোকমান, জেলা ছাত্রদলের সহ সভাপতি চৌধুরী মোহাম্মদ সুহেল, মহানগর ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক এমদাদুল হক স্বপন, মহানগর ছাত্রদলের নেতা আফছর খান,ছাত্রদল নেতা সৈয়দ সারওয়ার রেজা, মির্জা সম্রাট হোসেন, জামিল আহমেদ তালুকদার, জেলা ছাত্রদল নেতা শিহাব উদ্দিন আহমদ শিহাব, ফয়জুল ইসলাম, শামীম আলী, শেখ রাসেল আহমদ, শাহওয়ন আহমদ এমরান, আল-আমিন, রাসেল আহমদ রিদয়, সজিবুর রহমান রুবেল, আবুল হাসনাত সাজ্জাদ, পদীব পাল, রুজেল আহমদ, মারজান আহমদ সামি, আব্দুস সাম্মাদ, জুয়েল আহমদ, মেরাজ ভূয়া পলাশ, রাকিবুল হাসান হারুন, রাজান আহমদ, লায়েক আহমদ, মকসুদুল করিম, সুলতান আহমদ, জামাল আহমদ, আলী হোসেন, শেখ আরমান, মুনিম আহমদ, রাসেল আহমমদ, জুনেদ আহমদ, সাদিক আহমদ মারজান, শেখ আরমান, সিরাজুল হক, খালেদ আহমদ, ইমন আহমদ, সাকি আহমদ, জুয়েল রানা, বাপ্পি আহমদ, সুমন,সজিব, সাখয়াত, শেখ সালমান, খেশ এনাম, সাদিক, আদর, রাসেদ ও আব্দুল হারুন প্রমুখ।
হরতালে নগরীতে হালকা যানবাহন চলাচল করেছে। দোকানপাট বন্ধ ছিল তবে, নগরীতে ভারী যানবাহন চলাফেরা করেনি। সিলেট থেকে দূরপাল্লার কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে ট্রেন চলাচল করলেও সিডিউল বিপর্যয় ছিল।