বিশ্বনাথে ৪র্থ ফাইভার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে ফোরস্টার কাব আয়োজিত ৪র্থ ফাইভার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। গত রবিবার বিকেলে উপজেলা ভোলাগঞ্জ গ্রামের দক্ষিণের মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
খেলা পরিচালনা কমিটির সভাপতি নূর মিয়ার সভাপতিত্বে ও সদস্য তুরন মিয়া পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আলতাব হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক কবির আহমদ কুব্বার, খাজাঞ্চী ইউপি আওয়ামী লীগের সভাপতি আব্দুন নুর, উপজেলা ছাত্রদলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, দলিল লেখক বিজয় চন্দ্র বলাই।