আব্দুল কাদির জীবন এর কবিতাগুচ্ছ

শহীদ

মু. আব্দুল কাদির জীবন

দ্বীনের পথে দাওয়াত দিতে
যাই মাগো আমি
শহিদী মরণ হয় যেন
দোয়া কর তুমি।

প্রিয়তমা
সুখ যদি পাও তুমি
প্রিয়জনকে ভুলে
হাজার জীবন বেচে থাক
এ জাহানের কোলে।
এমন বুঝি ভুল ছিল
যার নাই মা
হাজারো পরীর ভীরে ছিলে
তুমি প্রিয়তমা।
এত স্মৃতি নিয়ে তুমি
যাও যদি ভুলে
কেমন করে থাকব আমি
এ ধরণীর তরে।
যত দিন থাকবে তুমি
এ পৃথিবীর বুকে
তোমার স্মৃতি নিয়ে আমি
থাকবো চির সুখে।
যত তুমি দাও দুঃখ
আমি পাব সুখ
তুমি যদি পাশে থাক
ভরে যাবে বুক।
ভুল যদি ভেঙ্গে যায়
কোন এক সময়
আবার তুমি ফিরে এস
যত হোউক প্রলয়।

পর্দা
মু. আব্দুল কাদির জীবন

রাস্তা ঘাটে দেখি আমি
হাটে কত নারী
না করিয়া পর্দা তারা
পরে খোলা শাড়ী।

পর্দা তুমি কর নারী
এটা তোমার ভুষন
পর্দা যদি না করো বোন
যেন তোমার শোষন।

সুন্দর জীবন গড়তে নারী
পর্দা তুমি করবে
কোরান-হাদীসের জ্ঞানে তুমি
সঠিক পদটি ধরবে।

পর্দা যদি কর নারী
শয়তান পাবে ভয়
পর্দা যদি মানে সবে
জয় হবে নিশ্চয়।

মাগো আমার মা
মু. আব্দুল কাদির জীবন

মাগো আমার মা
আমায় ছেড়ে
কোথায়ও তোমায়
যেতে দেব না।
ফুল প্রিয়, পাখি প্রিয়
আর প্রিয় বাঁশি
তার চেয়ে প্রিয় আমার
মায়ের মুখের হাসি।
মা যে আমার
আধাঁর রাতের
পূর্ণিমারই চাঁদ
মাকে ছাড়া এ জগতে
লাগেনা যে স্বাদ।
মা যে আমার ত্রিভুবনের
এলো মেলো নদী
জীবন আমার থেমে যাবে
মাকে হারাই যদি।

ভালবাসা
মু. আব্দুল কাদির জীবন

ভালবাসা হলো স্বর্গ
ভালবাসা হলো প্রান্তের কর্ণ।
ভালবাসা আনে সন্ধি,
ভালবাসা হলো রতন,
যারা করে তার যতন
পায় তারা মনের মতন
যদি না হয় তা, হয় স্বর্গের পতন।
ভালবাসা হলো মুক্তো মানিক,
ভালবাসা হলো বন্ধু নাবিক,
ভালবাসার জন্য জীবন দিতে জানে
দেশের হাজারও যুবক প্রেমিক।
ভালবাসা হলো দুটি সব্দের বর্ণে-
যদি তা হয় আল্লাহর সন্তুষ্টির অর্জনে,
বান্দার গুনাহ হবে আল্লাহর কাছে মার্জনে,
সবার ভালবাসা হবে স্বর্গ জনে।