জন্ম দেয়া কন্যার মুখ দেখা হলো না অঞ্জু রায়ের
জুবের সরদার দিগন্ত, দিরাই প্রতিনিধিঃ দশ মাস দশ দিন গর্ভে লালন কার কন্যা শিশু জন্ম দিতে গিয়ে ভুল চিকিৎসায় প্রান হারালো অঞ্জু রায়। সুনামগঞ্জ জেলার দিরাই পৌর শহরের হারানপুর আবাসিক এরাকার মৃত অসিত রায়ের বড় মেয়ে সঙ্গিত শিল্পী অঞ্জু রায় গত ২১ জানুয়ারী গর্ভজনিত কারনে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন অঞ্জু রায়। সে দিন রাত ১২টার দিকে একটি কন্যা শিশু জন্ম দিয়ে তিনি পর দিন ২২ জানুয়ারী বিকাল সাড়ে ৪ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অঞ্জু। তার স্বামী তাপশ কুমার রায়ের অভিযোগ করে বলেন মেয়েটাকে জন্ম দিয়ে তার মুখটাও দেখতে পারল না। ডাক্তারের ভুল চিকিৎসার কারনে তার স্ত্রীর মৃতু হয়েছে। এর সঠিক তদন্তের জন্য তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বরাবর লিখিত অভিযোগ করেছেন। আজ শুক্রবার সঙ্গিত শিল্পী অঞ্জু রায়ের স্মরণে অনির্বান সাংস্কৃতিক সংসদ শোক রেলী ও শোক সভার আয়োজন করেছে।