ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রতিবছর প্রাথমিক সমাপনী পরীক্ষায় প্রথম হওয়ার ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে হবে
——–জিয়াউল ইসলাম চৌধুরী
‘প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার শুরু থেকে এ পর্যন্ত ৬ বছর যাবৎ বিভাগীয়/জেলা পর্যায়ে প্রথম স্থান অধিকার করার গৌরব ভবিষ্যতেও অক্ষুন্ন রাখতে হবে। আমরা ২০০৯ সালে প্রথম সমাপনী পরীক্ষায় বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছিলাম। গত ২০১৪ সালের পরীক্ষাও আমরা বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছি। মধ্যবর্তী বছরগুলোতে আমরা জেলা পর্যায়ে প্রথম হয়েছিলাম। এ গৌরব শিক্ষক সমাজ সংশ্লিষ্ট অফিসের কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গের। তাছাড়া সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও সম্মানিত প্যানেল স্পিকার আলহাজ্ব মাহমুদ-উস-সামাদ চৌধুরীর উৎসাহ উদ্দীপনা এবং দিক নির্দেশনা এর পিছনে কাজ করেছে। আমি উপজেলার প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে এবং প্রতি বছর সমাপনী পরীক্ষায় প্রথম হওয়ার ধারাবাহিকতা রক্ষা করার জন্য সকল শিক্ষককে আপ্রাণ চেষ্টা করার অনুরোধ জানাচ্ছি।’
গতকাল বৃহস্পতিবার (২৯-০১-১৫) বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ফেঞ্চুগঞ্জ উপজেলার উদ্যোগে স্থানীয় চন্ডিপ্রসাদ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বেলা আড়াই টায় প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন এবং অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা অনুষ্ঠান পূর্ব প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের সভাপতি মো: জিয়াউল ইসলাম চৌধুরীর উপরোক্ত কথাগুলো বলেন। ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি আয়োজিত উক্ত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সভাপতি মো: শহিদুজ্জামান, সংগঠনের সহ-সভাপতি কাঞ্চন চন্দ্র দেব, যুগ্ম সম্পাদক তপন কুমার পাল, যুগ্ম সম্পাদক রোজি বেগম, সহ-সভাপতি রহিমা খাতুন, মহিলা বিষয়ক সম্পাদিকা রেবেকা সুলতানা, সহ-সম্পাদক আব্দুর রহমান, প্রধান শিক্ষক হাবিবুর রহমান, আব্দুস সামাদ, নিজাম উদ্দিন, সঞ্চিতা বর্ধন, আবুল কাশেম, সামছুদ্দিন আহমদ, আব্দুল আহাদ, দেলোয়ার হোসেন, সবুজ চন্দ্র দে, জয়নাল আবেদীন প্রমুখ। বিজ্ঞপ্তি