সিলেটে সর্বদলীয় সংলাপ মঞ্চ গঠন ৪ দিনের নতুন কর্মসূচী ঘোষনা

Am Jonota News 2512015দেশের চলমান রাজনৈতিক সংকট উত্তরন, বোমা মেরে মানুষ হত্যা, জ্বালাও-পোড়াও বন্ধ, অবরোধ প্রত্যাহার এবং সর্বদলীয় জাতীয় সংলাপের মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের দাবীতে ‘আমজনতা বাংলাদেশ’ এর উদ্দোগে বৃহস্পতিবার সিলেট নগরীর ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে। আমজনতা বাংলাদেশের সমন্নয়ক কামরুল হাসান জুলহাস এর সভাপতিত্বে এবং বাংলাদেশ নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদ এর কেন্দ্রিয় কমিটির আহবায়ক ইসলাম আলী ও আমজনতার স্টিয়ারিং কমিটির সদস্য আক্তার হোসেন সায়মন এর যৌথ পরিচালনায় অনুষ্টানে প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মখসুদ হোসেন, কর্মসূচীতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক কর্মী, সুশীল সমাজ, আইনজীবি, সাংবাদিক, পেশাজীবি, শ্রমজীবি, ব্যবসায়ী, মানবাধিকার কর্মী, কৃষক-শ্রমিক, শিক্ষক, ছাত্র, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক কর্মী, ও সচেতন সিলেটবাসী এবং সর্বস্তরের আমজনতা অংশ গ্রহন করেন। অন্যান্যর মাঝে বক্তব্য রাখেন ব্যাবসায়ী এনায়েত খান, দক্ষিন সুরমা যুব-উন্নয়ন ফোরামের সভাপতি রফিকুল ইসলাম শিতাব, সাংবাদিক নজরুল ইসলাম শিপার, বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন, এডভোকেট এম. এম. নাসির, সাংবাদিক শাহান আহমদ চৌধুরী, আদর পথশিশু পূর্নবাসন কেন্দ্র দক্ষিন সুরমা উপজেলা শাখার সভাপতি আমীন উদ্দিন, প্রিন্সিপাল মাও: সাঈদ মোতাহার আলী, নিউ নেশনের সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, লোকমান খান, সাংবাদিক সৈয়দ আব্দুল্লাহ আল-হাসান, সাংবাদিক ইব্রাহিম আহমদ উজ্জ্বল, ফটো সাংবাদিক আবু মোঃ খালেদ, মানবাধিকার কর্মী মাহতাব উদ্দিন, শিক্ষক রাশিদুল করিম, ব্যবসায়ী এজাজ আহমদ, সাংবাদিক জাকারিয় তালুকদার, দেশপ্রেমিক আব্দুল মুমিন, মো: সাঈদ রহমান, ওলিউর রহমান নাসিম, জালালাবাদ মহিলা কল্যাণ সংস্থার সভানেত্রী সপ্না বেগম, সংস্থার মহিলা বিষয়ক সম্পাদিকা সালমা আক্তার পপি, সাংবাদিক রুবেল মিয়া, সাব্বির হোসেন, সোহেল আহমদ প্রমুখ। সভা শেষে আমজনতার সমন্নয়ক কামরুল হাসান জুলাহাস ‘সর্বদলীয় সংলাপ মঞ্চ’ থেকে আলোচনার মাধ্যমে রাজনৈতিক সংকট নিরসনের দাবীতে ৪দিনের কর্মসূচী ঘোষনা করেন। ১লা ফেব্রুয়ারী রবিবার দুপুর ২ঘটিকায় জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বি.এন.পি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া বরাবরে স্মারক লিপি প্রদান, ২রা ফেব্রুয়ারী সোমবার সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গণে দুপুর ২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচী পালন। ৩রা ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ২ ঘন্টার অনশন কর্মসূচী পালন এবং ৪ঠা ফেব্রুয়ারী বুধবার সিলেট কেন্দ্রীয় শহীদমিনার প্রাঙ্গনে অনির্দিষ্টকালের অনশন কর্মসূচী পালন। বিজ্ঞপ্তি