‘রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের নির্দেশনা নেই’

General Aziz Ahmedসুরমা টাইমস ডেস্কঃ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেছেন, ‘রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ করার কোনো নির্দেশনা বিজিবিকে দেওয়া হয়নি। আমাদের কাজ আইনশৃঙ্খলা নিয়ে। বেসামরিক প্রশাসনের রিকুইজিশন অনুযায়ী এবং মন্ত্রণালয়ের অনুমোদনে পুলিশকে সহযোগিতা করছে বিজিবি-র‌্যাব।’
যশোরের ঝুমঝুমপুরে বিজিবি দক্ষিণ-পশ্চিম রিজিয়ন হেডকোয়ার্টারে বৃহস্পতিবার সকাল ১১টায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ সব কথা বলেন।
বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে যৌথবাহিনী বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছে। তবে কোথাও কম্বিং অপারেশন হচ্ছে না।’
তিনি বলেন, ‘বর্তমানে আইনশৃঙ্খলা রক্ষায় দেশের অভ্যন্তরে আমার বাহিনী যে দায়িত্ব পালন করছে, তার জন্য সীমান্ত থেকে বিজিবির কোনো সদস্যকে টেনে আনা হয়নি। রিজার্ভে থাকা বিজিবি সদস্যরা এ দায়িত্ব পালন করছেন।’
মতবিনিময়কালে অন্যদের মধ্যে দক্ষিণ-পশ্চিম রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ডি এস এম শহিদুল ইসলাম, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল খলিলুর রহমান, কুষ্টিয়া সেক্টর কমান্ডার কর্নেল জাভেদ সুলতানসহ বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।