বোরকা পরে কলেজের ছাত্রী হতে পারবে না : মহসীন আলী (ভিডিও)
মৌলভীবাজার প্রতিনিধিঃ বোরকা পরে কলেজের ছাত্রী হতে পারবে না। নিজের গুন দিয়ে পুরুষকে ধাক্কা দিয়ে সামনের দিকে অগ্রসর হতে হবে। মৌলভীবাজার সরকারী কলেজে ১০০ আসন বিশিষ্ট ৫ তলা ভবন লীলা নাগ হলের উদ্বোধন অনুষ্ঠানে ছাত্রীদের উদ্দ্যেশে প্রধান অথিতির বক্তব্যে সমাজকল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী এ কথা বলেন।
বুধবার দুপুরে মৌলভীবাজার সরকারী কলেজে ১০০ আসন বিশিষ্ট ৫ তলা ভবন লীলা নাগ হলের উদ্বোধন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ে মৌলভীবাজারের প্রথম ছাত্রী ও বৃটিশ বিরোধী আন্দোলনের নেত্রী স্বর্গীয় লীলা নাগের নামকরনে ফলক উন্মোচনের মধ্যদিয়ে এই ছাত্রী হোস্টেলের উদ্বোধন করেন সমাজকল্যান মন্ত্রী। কলেজের অধ্যক্ষ মো: শহিদুল্লাহ সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান সহবিশিষ্ঠ ব্যক্তিবর্গ। পরে মন্ত্রী জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতার উদ্বোধন করেন।
এ সময় সমাজ কল্যান মন্ত্রী সৈয়দ মহসীন আলী আরো বলেন, বোরকা পড়া লোকজনকে ইউরোপে আজ ঘৃনার চোখে দেখে। ইসলামী জঙ্গী বলে। এই বাস্তবতায় মুসলিম সভ্যতাকে আমরা কোথায় নিয়ে যাচ্ছি । ভবিষ্যতে এর ফল ভোগ করতে হবে।