তাহিরপুর সীমান্ত থেকে ২৪০ বোতল ভারতীয় মদ উদ্ধার
তাহিরপুর প্রতিনিধিঃ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার লাউড়েরগড় সীমান্ত এলাকা থেকে বিজিবি ২৪০ বোতল ভারতীয় মদ উদ্যার করেছে। মালিকবিহিন দেখিয়ে বিজিবি আটককৃত মদ জব্দ তালিকা করেছে।
৮-বর্ডারগার্ড ব্যাটালিয়নের লাউড়েরগড় বিওপির একটি টহল দল মঙ্গলাবার মধ্যরাতে মেইন পিলার ১২০৫ এর বাংলাদেশ অভ্যন্তর এলাকা থেকে ২৪০ বোতল বিভিন্ন ব্র্যান্ডের মদ উদ্যার করে। এদিকে বরাবরের মত মাদকের একটি বড়ধরণের চালান আটক করলেও ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইমাম হোসেন কোন মাদক চোরাচালানীকে আটক করতে পারেননি বলে জানিয়েছেন।