দোয়ারাবাজারে আশা’র উদ্যোগে ৩২০ জন রোগীকে বিনামূল্যে ফিজিওথেরাপী ক্যাম্পে চিকিৎসা প্রদান

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার এনজিও সংস্থা আশা’র উদ্যোগে তিন দিন ব্যাপী ৩২০ জন রোগীকে বিনামুল্যে ফিজিওথেরাপী ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করা হযেছে। উপজেলার বাংলাবাজার ইউনিয়নে আশার ব্র্যাঞ্চ অফিসে ২৫ থেকে ২৭ জানুয়ারী মঙ্গলবার পর্যন্ত তিন দিন ব্যাপী এই চিকিৎসা সেবা প্রদান করা হযেছে। উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ ইদ্রিছ আলী (বীর প্রতীক) প্রধান অতিথি হিসাবে রবিবার ফিজিওথেরাপী ক্যাম্পের উদ্বোধন করেন। আশার ডিষ্ট্রিক্ট ম্যানেজার সমীরন চন্দ্র রায়, আরএম দীপক চন্দ্র সরকার, ফিজিওথেরাপীষ্ঠ দেবাশীষ ঘোষ, বিএম সুব্রতশেখর রায়, সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।