কোর্ট পয়েন্টে আরাফাত রহমান কোকো’র গায়েবানা জানাজায় হাজারো জনতার ঢল (ভিডিও সহ)
সুরমা টাইমস রিপোর্টঃ হাজারো জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতির মধ্য দিয়ে সিলেটের ঐতিহাসিক কোর্ট পয়েন্টে অনুষ্ঠিত হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ২০ দলীয় জোট প্রধান বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র মরহুম আরাফাত রহমান কোকোর গায়েবানা জানাজা। সিলেট জেলা ও মহানগর ২০ দলীয় জোটের উদ্যোগে গতকাল মঙ্গলবার বাদ জোহর এ জানাজা অনুষ্ঠিত হয়। জোহরের নামাজের পূর্বেই নগরীর কোর্ট পয়েন্ট সংলগ্ন কালেক্টরেট মসজিদটি লোকে লোকারণ্য হয়ে যায়।
জানাজার নামাজে ইমামতি করেন হেফাজতে ইসলামের নেতা মুফতি ফজলুল হক জালালাবাদী। জানাযায় সিলেট জেলা বিএনপি’র আহবায়ক এডভোকেট নুরুল হক, মহানগর বিএনপি’র সাবেক সভাপতি/আহবায়ক কমিটির সদস্য এমএ হক, জেলা বিএনপ’র যুগ্ন আহবায়ক এডভোকেট আব্দুল গফফার, জেলা যুগ্ম আহবায়ক আবুল কাহের শামীম, জেলা যুগ্ম আহবায়ক আব্দুর রাজ্জাক, মহানগর বিএনপ’র সাবেক সাধারন সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য নাসিম হুসেন, মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির সসস্য আজমল বকত সাদেক, এডভোকেট নোমান মাহমুদ, হাবিবুর রহমান হাবিব, মিফতা সিদ্দিকি, এমদাদ হুসেন চোধুরী, ডাঃ নাজমুল ইসলাম, মইনুদ্দিন সোহেল, সহ ২০ দলীয় জোটের বিপুল সংখ্যক নেতা কমীরা গায়েবানা জানাজায় উপস্থিত ছিলেন।
২০ দলীয় জোটভুক্ত দলসমূহের অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীর পাশাপাশি ব্যবসায়ী, আইনজীবি, পেশাজীবি, শিাবিদ, চিকিৎসক, ছাত্র সহ বিভিন্ন শ্রেণীপেশার হাজার হাজার জনতা জানাজায় অংশ নেয়।