গোয়াইনঘাটে পেট্রোলবোমায় দগ্ধ ট্রাকচালক বকুল দেবনাথের মৃত্যু
সুরমা টাইমস রিপোর্টঃ গোয়াইনঘাট উপজেলার বাকের সড়ক নামক স্থানে চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছোড়ার ঘটনায় দগ্ধ চালক বকুল দেবনাথ (৩৫) দীর্ঘ ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। মঙ্গলবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে গত ২০ জানুয়ারি রাত সাড়ে ১২টার দিকে অবরোধ সমর্থকদের ছোড়া পেট্রলবোমায় দগ্ধ হয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি হন অরুন। পরে অবস্থার অবনতি হলে সিলেট জেলা প্রসাশকের আর্থিক সহায়তায় ঢামেক হাসপাতালে ভর্তি হন বকুল দেবনাথ। নিহত বকুল দেবনাথ সিলেটের ওসমানীনগরের গোয়ালা বাজার এলাকার শশারকান্দি গ্রামের রতন মনিনাথের ছেলে।
চিকিৎসকদের বরাত দিয়ে নিহতের ভাই রন্টু দেবনাথ জানান, গত ২০ জানুয়ারি হেলপাল কিবরিয়াকে সঙ্গে নিয়ে সিলেটের জয়ন্তপুর থেকে ট্রাকে বালুবোঝাই করে সিলেট সদরে যাচ্ছিলেন। রাত সাড়ে ১২টার গোয়াইনঘাট উপজেলার বাকের সড়ক নামে স্থানে পৌঁছলে চলন্ত ট্রাকে পেট্রলবোমা ছুড়ে মারে অবরোধ সমর্থকরা। এ সময় গুরুতর দগ্ধ হন চালক বকুল দেবনাথ। পরে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হলে ৭ দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালের সার্জারি ১১নং ইউনিটে বকুলের চিকিৎসা চলছিল। ঘটনার পর থেকে অবচেতন অবস্থায় ছিলেন।
এ অবস্থায় প্রায় ৫৫ঘন্টা অতিবাহিত হওয়ার পর বকুলের চিকিৎসার জন্য হাসপাতালের সংশ্লিষ্ট সকল বিভাগের প্রধানদের নিয়ে গঠিত বোর্ড গতকাল বৃহস্পতিবার সকাল ৯টার সভায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়। দীর্ঘ ৭ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার সকাল ৭টায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।