এন ডি এফ এর কেন্দ্রীয় সমাবেশের লিফলেট বিতরণে পুলিশের বাধা

৪জন মহিলা কর্মীকে আটক করেছে পুলিশ

জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ এর ২৭ ফেব্রুয়ারি আশুগঞ্জে কেন্দ্রীয় সমাবেশ এর প্রচারিত লিফলেট বিতরণ কালে এনডিএফ এর ৪জন মহিলা কর্মি ও ১জন ছাত্রকে আটক করেছে এসএমপির শাহপরান থানা পুলিশ। গতকাল ২৫ জানুয়ারী সকাল ১১টার দিকে এনডিএফ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির মহিলা কর্মীরা চামেলীবাগ আবাসিক এলাকায় লিফলেট বিতরণ কালে একই এলাকার ৩৫নং বাসায় কয়কজন যুবক লিফলেট বিতরণে বাধা দেয় এবং মহিলা কর্মীদের সাথে খারাপ আচরণ করে। বকাটে যুবকদের পক্ষ নিয়ে ৩৫নং বাসায় ভাড়া থাকা র‌্যাব-৯ এর একজন সদস্য ও খারাপ আচরণ করেন। তাদের সাথে কথা কাটা কাটির এক পর্যায়ে র‌্যাব সদস্য ও বকাটে যুবকরা পুলিশকে খবর দিলে শাহপরান থানা পুলিশ মহিলা কর্মী ফাহিমা বেগম (২৬) লাইলী বেগম (৩৮), রাণী বেগম (২৮) ও সাজেদা বেগম (৪০) কে পুলিশ গ্রেফতার করে। উক্ত ঘটনা প্রকাশ হলে এলাকার মুরব্বীয়ানগণ সহ যুবকরা উপস্থিত হলে এলাকার আইন কলেজে পড়–য়া নাজমুল হোসেন নামে এক ছাত্রকেও গ্রেফতার করা হয়। পুলিশের হাতে আটক এন ডি এফ মহিলা কর্মীরা সকলেই চামেলীবাগ আবাসিক এলাকার বাসিন্দা এবং গণতান্ত্রিক মহিলা সমিতির সদস্য। মহিলা সমিতির সদস্য সাজেদা বেগম শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেলে রাতেই থানা হাজত থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। আটককৃত মহিলা কর্মীদেরকে ৫৪ ধারায় চীফ মেট্রোপলিটন আমলি আদালত ৩ এ হস্তান্তর করা হয়েছে। এন ডি এফ সিলেট শহর পূর্বাঞ্চল কমিটির আহবায়ক আবুল কালাম আজাদ জানান আশুগঞ্জ স্থলবন্দর ভারতকে অবাদ ব্যবহার বন্ধ এবং সাম্রাজ্যবাদীদের স্বার্থে ব্যবহারের প্রতিবাদ সহ জাতীয় স্বার্থ বিরুধী ট্রান্সশিপমেন্ট, ট্রানজিট করিডোর প্রদানের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলার আহবানে আগামী ২৭ ফেব্রুয়ারী বি-বাড়ীয়া জেলার আশুগঞ্জ নাটাল মাঠে কেন্দ্রীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। উক্ত সমাবেশ সফলের লক্ষ্য সারা দেশের অংশ হিসাবে সিলেট জেলার শহর পূর্বাঞ্চল শাখার পক্ষ থেকে ২৩ জানুয়ারী ইসলামপুর, মেজরটিলা বাজার ও ৬ ফেব্রুয়ারী শাহপরান গেইটে প্রচার মূলক সভা করার জন্য কমিটির যুগ্ম আহবায়ক সুরুজ আলী স্বাক্ষরীত একটি অনুমতি পত্র এস এম পি সিলেট বরাবর প্রেরণ করা হয়। ২৩ জানুয়ারী সকাল ১১ দিকে এস এম পি থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতির কারণে সভা করা যাবেনা বলে জানানো হয়। প্রচার মূলক সভার জন্য এস এম পি অনুমতি না পাওয়ায় ঘরে ঘরে মহিলা কর্মীরা লিফলেট বিতরণ করছিলেন। বিতরণকৃত লিফলেটে কেন্দ্রীয় কার্যালয় এর ঠিকানা থাকা সহ পুলিশ বিভাগে এন ডি এফ এর সকল কমিটির তালিকা রয়েছে। এন ডি এফ একটি সাম্রাজ্যবাদ সামান্তবাদ বিরুধী একটি গণতান্ত্রিক সংগঠন। প্রশাসন সহ সর্ব মহলে প্রচার থাকা সত্বেও নেতা কর্মীদের আটক করা গণতান্ত্রিক আচরণের পর্যায়ে পড়ে না। তিনি হয়রানি মুলক এই তৎপরাতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। বিজ্ঞপ্তি