চুনারুঘাটে ২০টি সিএনজি ভাংচুর : টায়ারে আগুন: আটক ৫
চুনারুঘাট প্রতিনিধিঃ বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের টানা অবরোধের মধ্যে ৩৬ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে চুনারুঘাটে বিএনপি-জামায়াতের নেতা কর্মীরা অটোরিকসা সিএনজিতে ব্যাপক ভাংচুর চালায় । সোমবার দুপুর ১২ টায় চুনারুঘাট বাল্লা রোডের হাজী আলীম উল্লা মাদ্রাসা ও ডিসিপি হাই স্কুলের সামনে দাড়িয়ে থাকা প্রায় ২০টি অটোরিকসা (সিএনজি) ভাংচুর করে পিকেটাররা। এর প্রতিবাদে বেলা দেড়টায় অটোরিক্সা সিএনজি মালিক ও শ্রমিক সমিতির লোকজন চুনারুঘাট শহরে বিক্ষোভ মিছিল বের করে। পরে পুলিশ শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিএনপি- জামায়াতের ৫ নেতা কর্মীকে গ্রেফতার করেছে।গ্রেফতারকৃতরা হল- খাইরুল আলম, নূরুল আমিন, আরজু মিয়া, মমিন আলী, সাইফুল আলম। পরিস্থিতি মোকাবেলায় বিকেল থেকে চুনারুঘাট পৌর শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। হরতালের সমর্থনে চুনারুঘাট সদরে পিকেটাররা টায়ার জালিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করে। কিন্তু বাধ সাধে পুলিশ।চুনারুঘাট থানা ওসি অমূল্য কুমার চৌধুরী নেতৃত্বে একদল পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গে করে দেয়।পানি ঢেলে টায়ারের আগুন নেভায় পুলিশের এস আই কবির হোসেন। এ পরিস্থিতিতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।