চুনারুঘাটে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

20151103_155959 20151103_163558চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং মহাসমাবেশ সফল করার লক্ষে চুনারুঘাট থানা প্রাঙ্গনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় এ মতবিনিময় সভা পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয়। কমিউনিটি পুলিশিং চুনারুঘাট থানা কমিটির আহবায়ক এডভোকেট আকবর হোসেন জিতুর সভাপতিত্বে ও সদস্য সচিব প্রনয় পালের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্র। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাশহুদুল কবীর, ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, পৌর মেয়র নাজিম উদ্দিন শামছু, আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুর রশিদ মাষ্টার, ইউপি চেয়ারম্যান চৌধুরী শামছুননাহার, এজাজ ঠাকুর চৌধুরী, আলহাজ্ব আবেদ হাসনাত চৌধুরী সনজু, মাওলানা তাজুল ইসলাম, ওয়াহেদ আলী মাষ্টার, সিরাজুল ইসলাম, সৈয়দ লিয়াকত হাসান,আইয়ূব আলী মাষ্টার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ সামাদ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সভাপতি নুরুল
আমিন, , এস এম সুলতান খাঁন, ফারুক মিয়া, এম এস জিলানী আখনজী। এতে বক্তব্য রাখেন মোঃ আবু তাহের, আবুল খয়ের, বাজার কমিটির সভাপতি হাজী আবুল হোসেন আকল মিয়াসহ স্থানীয় গনমান্য ব্যক্তিবর্গ। সভায় আগামী ১২’ই নভেম্বর হবিগঞ্জে কমিউনিটি পুলিশিং কমিটির মহাসমাবেশ সফল করার লক্ষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। সমাবেশে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।