বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবলের টিকেট বিক্রি শুরু রবিবার
সুরমা টাইমস ডেস্কঃ আগামী ২৯ জানুয়ারি সিলেটে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে মাঠে গড়াবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্ট। নিরাপত্তাসহ টুর্নামেন্টের বিভিন্ন দিক নিয়ে সিলেটে কর্মরত সাংবাদিকদের সঙ্গে শুক্রবার বিকেলে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে মতবিনিময় করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা।
মতবিনিময়কালে মাঠের সার্বিক দিক তুলে ধরে বক্তব্য রাখেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ। তিনি বলেন, ২৯ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টে অংশ নেবে ৬টি দল। মোট ৯টি ম্যাচের মধ্যে উদ্বোধনী ম্যাচসহ সিলেটে অনুষ্ঠিত হবে ৩টি ম্যাচ। ৮ ফেব্রুয়ারি ফাইনাল ম্যাচ হবে ঢাকায়।
তিনি আর বলেন, গ্রুপ পর্বের খেলায় উন্মুক্ত গ্যালারিতে টিকিটের দাম রাখা হবে ৫০ টাকা, ভিআইপি গ্যালারিতে ৮০ টাকা। এছাড়া সেমিফাইনাল পর্বে ৮০ ও ১০০ টাকা। রবিবার (২৫ জানুয়ারি) থেকে টিকিট বিক্রি শুরু হবে। তবে গ্যালারির ধারণক্ষমতা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে এখনো জানানো হয়নি বলেও জানান তিনি।
এছাড়া রেফারি, মেডিকেল রুম, ফ্লাডলাইটসহ কিছু কাজ চলমান রয়েছে উল্লেখ করে বাফুফে সাধারণ সম্পাদক বলেন, দু’তিন দিনের মধ্যে কাজগুলো শেষ হয়ে যাবে।
কর্মকর্তারা জানিয়েছেন, খেলাচলাকালে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। উদ্বোধনের আগে নিরাপত্তা বিষয়ক মহড়াও অনুষ্ঠিত হবে। সিলেট জেলা স্টেডিয়ামের কিছু সংস্কার কাজ চলছে। ২৭ জানুয়ারির মধ্যে তা শেষ হয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তারা।
সভায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক ফুটবল গোল্ডকাপ টুর্নামেন্টের নিরাপত্তা কমিটির চেয়ারম্যান ডিআইজি মারুফ হাসান জানান, ক্রীড়ানুরাগী অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের প্রচেষ্টায় সিলেটের মাটিতে আন্তর্জাতিক ফুটবল ম্যাচ হচ্ছে। সিলেটের সুনাম রক্ষায় নিরাপত্তা ব্যবস্থায় সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
মতবিনিময়কালে বক্তব্য রাখেন বাফুফের সদস্য চৌধুরী সামসুল হক এমপি, এসএমপি কমিশনার কামরুল আহসান।
মতবিনিময়কালে এসএমপির অতিরিক্ত কমিশনার এসএম রুকন উদ্দিন, ডিস্ট্রিক্ট ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিমসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।