খতিব হারুনুর রশীদ আহমদীর মা আছহাবুন নেছা আর নেই!
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়দল উওর ইউনিয়নের চরগাঁও নিবাসী বিশিষ্ট আলেম আলহাজ্ব আলী আহমদ (আমির সাহেব)’র পতœী মোছা: আছহাবুন নেছা (৬৫) শনিবার সিলেটের আখালিয়াস্থ্য কনিষ্ট পুত্র মামমুদুল হাসান মাহমুদের বাসায় শনিবার বেলা সাড়ে ১১ টায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি—-রাজিউন)। তিনি দ্বীর্ঘ প্রায় আট মাস ব্রেইন ষ্ট্রোকে আক্তান্ত হয়ে শয্যাশায়ী ছিলেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে , ২ মেয়ে সহ অসংখ্যা আত্বীয় স্বজন ও গৃণগ্রাহী রেখে মারা গেছেন। মরহুমার জেষ্ট পুত্র আলহাজ্ব মাওলানা হারুনুর রশীদ আহমদী সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘরস্থ্য কাজিরপয়েন্ট গম্বুজ ওয়ালা মসজিদের খতিব ও ইমাম এবং তয় পুত্র হাফেজ মাওলানা রফিকুল ইসলাম রফিক লন্ডনের ক্যান্ট সিটি জামে মসজিদের খতিব ও ইমাম হিসাবে কর্মরত আছেন ও মরহুমার তিন নাতি কোরআনে হাফেজ। মরহুমা আছহাবুন নেছা দৈনিক যুগান্তরের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হাবিব সরোয়ার আজাদের একমাত্র ফুফাত বোন ছিলেন। সিলেটের দক্ষিণ সুরমার ফিরোজপুর জামে মসজিদ প্রাঙ্গনে শনিবার বাদ আছর মরহুমার প্রথম নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে রাতে লাশ গ্রামের বাড়িতে নিয়ে আসার পর রবিববার বেলা ১১ টায় চরগাঁও হিফজুল কোরআন ইসলামী একাডেমী ময়দানে দ্বিতীয় নামাজে জানাযা শেষে একাডেমী প্রাঙ্গনে পারিবারীক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মরহুমার নামজে জানাযায় সুনামগঞ্জ , বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের বিশিষ্ট আলেমগণ বিভিন্ন মাদ্রাসার শিক্ষক/শিক্ষার্থী, এলাকার মুরুব্বী ও জনপ্রতিনিধি সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।