সুনামগঞ্জে শিশু পরিবারে দিনব্যাপী আনন্দ অনুষ্ঠান
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ সরকারি শিশু পরিবারের এতিম শিশু-কিশোরীদের নিয়ে দিনব্যাপী আনন্দ অনুষ্ঠান শুভ উদ্ভোধন করেন জেলা প্রশাসক। অনুষ্ঠানের শুরুতেই বর্ণাঢ্য র্যালি, জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। র্যালি ও আনন্দ অনুষ্টানে এতিমখানার শতাধিক ও শিশু কিশোরী অংশ গ্রহন করে। জেলা প্রশাসনের উদ্যোগে এতিম শিশু-কিশোরীদের নিয়ে এই আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তন থেকে শনিবার সকালে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিলনায়তনে গিয়ে আনন্দ অনুষ্ঠানে মিলিত হয়। র্যালিতে জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক দেবজ্যোতি সিং, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুল হাই আল মাহমুদ, এনডিসি বিশ্বজিত কুমার পাল, জেলা সমাজসেবা অফিসার তোরন মিয়া ও পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র নুরুল ইসলাম বজলু প্রমুখ সহ গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন।