তাহিরপুরে প্রাথমিক শিক্ষা উপকরণ মেলা অনুষ্টিত

tahirpur newsকামাল,তাহিরপুর(সুনামগঞ্জ)
শিখন-শেখানো কার্যক্রমকে সহজ ও শিখন ফলকে দীর্ঘস্থায়ী করার লক্ষ্যে ব্যবহার করা হয় শিক্ষা উপকরণ। প্রাথমিক বিদ্যালয়ের পাঠ সংশ্লিষ্ট উপকরণ নিয়ে তাহিরপুরে প্রথমবারের মতো শিক্ষা উপকরণ মেলা হয়েছে। গতকাল শনিবার শনির হাওরের উত্তরপাড়ে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ মেলা অনুষ্টিত হয়। শিক্ষা সপ্তাহ উপলক্ষ্যে উপজেলা শিক্ষা কার্যালয় এ মেলার আয়োজন করেছে।
শিক্ষা উপকরণ মেলায় গিয়ে দেখা যায়, মেলায় উপজেলার ৭টি ইউনিয়নের ৭টি ষ্টল স্থান পেয়েছে। হাওরপাড়ের বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা পাঠসংশ্লিষ্ট উপকরণ দিয়ে স্টলগুলো উন্মুক্ত প্রদর্শনের জন্য সাজিয়ে রেখেছেন। এর মধ্যে কিছু সৃজনশীল উপকরণ শিক্ষানুরাগী,ছাত্রছাত্রী ও শিক্ষকদের বিশেষভাবে আকৃষ্ট করেছে। তাহিরপুর সদর ইউনিয়নের ষ্টলে গিয়ে দেখা যায় এখানে আছেন সদর ইউনিয়নে কর্মরত শিক্ষক মাকছুম মিয়া, রেজোয়ানা খাতুন, আলাল আহমেদ, শাখাওয়াৎ হোসেন, মোশাররফ হোসেন, হেপী রায়, তন্দ্রা রায়, পিনাকী রায়, নার্গিস সুলতানা। শ্রীপুর দক্ষিণ ইউনিয়নে স্টলের বিভিন্ন শিক্ষা উপকরণ সামগ্রী প্রদর্শন করছেন খুরশেদা বেগম, স্মৃতি রাণী দে, পপি আক্তার, বেবী তাং, বাণী ভৌমিক। শ্রীপুর উত্তর ইউনিয়নে স্টলে আছেন মকছিুদুল ইসলাম, শামীম রশিদ, নুরে আলম সিদ্দিকী, আশিশ কুমার দাশ, নিতাই চন্দ্র পাল, হোসনা বেগম, হালিমা বেগম, জসুদা দুলাল, আতিক রহমান। বড়দল উত্তর ইউনিয়নের স্টলে আছেন শাহাদৎ হোসেন, আক্তার হোসেন, লুৎফা আক্তার হলি, পলি, কলি, শারমিন, ইয়াসমিন ও খাদিজা নার্গিস। বালিজুরী ইউনিয়নের স্টলে আছেন রুপ নারায়ণ, নারায়ণ চক্রবতী, আশ্রাফ উদ্দিন, সুপ্রীতি রাণী তাং, ফয়সল ইসলাম, বাদাঘাট ইউনিয়নের স্টলে আছেন খালেদা কুমকুম, নজরুল শিকদার, তাজুল ইসলাম, নার্গিস আক্তার, ইয়ারুন নেছা, সঞ্জয় কুমার রায়, ঝুমা রায়, আসাদুল ইসলাম, বড়দল দক্ষিণ ইউনিয়নের স্টলে আছেন মোঃ আবু নাছির, ইয়াসমিন বেগম, হাবিবা আক্তার, রোকেয়া আক্তার, সুলতানা বেগম, মাফতুহা রমিজ, শাহানা বেগম ।
সকাল ৯টা থেকে বিকাল পর্যন্ত অনুষ্টিত মেলায় শিক্ষা উপকরণ সামগ্রী দেখতে শিক্ষানুরাগী, অভিভাবক, ছাত্রছাত্রী ছাড়াও বিপুল সংখ্যক লোকের সমাগম হয়। সকালে মেলার উদ্বোধন করেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এনামুল হক খান, সহকারি উপজেলা শিক্ষা কর্মকর্তা গোলাম রাব্বী জাহান, মনসুর আহমেদ, উপজেলা সরকারি প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন, মানবেশ রায়, রেখা রায়, শেখর রায় ,দীপংকর ভট্রাচার্য, এনামুল হক, প্রধান শিক্ষক মীরা রাণী জোয়ার্দার, রিক্তা রায়, রুপালী রায়, সন্ধ্যা সরকার, মোফাজ্জ্বল হোসেন, আমিনুর রহমান, দিলীপ গাঙ্গলী ও বিভিন্ন স্টলে উপস্থিত শিক্ষকবৃন্দ।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোলাম সরোয়ার লিটন বলেন, এই শিক্ষা উকরণ মেলা প্রাথমিক শিক্ষারগুণগত মান উন্নয়নে অত্যন্ত কার্যকর ভুমিকা রাখবে। দুর্গম পথ পাড়ি দিয়ে শিক্ষকরা এ মেলায় এসে মেলাকে সফল করে তুলেছেন। তাহিরপুর প্রাথমিক শিক্ষা কার্যালয় প্রথমবারের মতো এই মেলার আয়োজন করায় কর্তৃপক্ষকে শিক্ষক, অভিভাক ,শিক্ষানুরাগী ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ আন্তরিক অভিনন্দন।