সুনামগঞ্জ সীমান্তে বিজিবির হাতে ভারতীয় ঘোড়ার চালান আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৮ বর্ডারগার্ড ব্যাটলিয়নের লাউড়েরগড় সীমান্ত এলাকা দিয়ে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা ভারতীয় ঘোড়ার একটি চালান আটক হয়েছে।
ব্যাটালিয়ন হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, জেলার তাহিরপুর উপজেলার লাউড়েরগড় বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার ইমাম হোসেনের নেতৃত্বে সীমান্তের মেইন পিলার ১২০৫ এর ওয়ান এস এলাকা দিয়ে ওপার থেকে চোরাচালানের মাধ্যমে নিয়ে আসা সাদা ও লাল রঙের দু’টি দৌড়ের ঘোড়া নিয়ে বুধবার রাতে আসার পথে টহল দল চালানটি আটক করে। আটককৃত ঘোড়ারমুল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা।
ব্যাটালিয়ন কমান্ডার লে.কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, এই প্রথম বারের মত সীমান্ত পথে নিয়ে আসা একটি ভারতীয় ঘোড়ার চালান বিজিবি আটক করতে সক্ষম হয়েছে। এছাড়াও তিনি আরো বলেন, সীমান্ত এলাকা চোরাচালান মুক্ত করতে ও চোরাচালানীদের আইনের আওতায় নিয়ে আসার জন্য বিজিবি তৎপর রয়েছে।