ব্যাতিক্রম : জব্দ করা হয়নি বন্দুক, আখঞ্জি পুত্রকে ১ লাখ টাকা জরিমানা

টাঙ্গুয়ার হাওরে বন্দুকের গুলিতে পাখি শিকারের দায়ে আ’লীগের সাবেক সভাপতি আখঞ্জি পুত্রকে ১ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের জেল

bird hunting by gunহাবিব সরোয়ার আজাদঃ রামসার প্রকল্পভুক্ত মাদার ফিসারিজ খ্যাত সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে বন্দুক দিয়ে অতিথি পাখি নিধনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা র্নিবাহী কর্মকর্তার কার্যালয়ে বৃহস্পতিবার সন্ধায় আদালতের বিচারক অঞ্জন দাশ রায় প্রদান করেন। দন্ডপ্রাপ্ত ব্যাক্তির নাম নবী নেওয়াজ। সে তাহিরপুর উপজেলার সদর ইউনিয়নের ঠাকুরহাটি গ্রামের আব্দুস ছোবাহান আখঞ্জির ছেলে। টাঙ্গুয়ার হাওড়ের নিরাপক্তা কাজের তদারকিতে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ জানান, দুপুরে টাঙ্গুয়ার হাওড়ের বনুয়া বিলে বন্দুক দিয়ে পাখি শিকারকালে বন্দুকসহ তাকে আটক করা হয়। পরে পাখি নিধনের অপরাধে তাকে উক্ত দন্ডাদেশ দেয়া হয়। এ সময় নবী নেওয়াজের হেফাজতে থাকা ৫টি গুলিবিদ্ধ রক্তার্ত মৃত অতিথি পাখি পাওয়ার পর পাখিগুলো মাঠিতে পুতে ফেলা হয়। এক নালা বন্দুকটি নবী নেওয়াজের পিতা উপজেলা আওয়ালীগের সাবেক সভাপতি আব্দুস ছোবাহান আখঞ্জির নিজ নামে লাইসেন্সকৃত বন্দুক ছিল বলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট নিশ্চিত করে আরো জানান, বন্দুকটি জব্দ না করে ফিরিয়ে দেয়া হয়েছে। উল্ল্যেখ যে, আব্দুস ছোবাহান আখঞ্জি উপজেলা আওয়ালীগের সাবেক সভাপতি ছিলেন।