সুরমা টাইমস ডেস্কঃ দেশের ইতিহাসে প্রথমবারের মতো কোনো লাইভ অনুষ্ঠানে ফোন করে প্রিয় তারকাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জন্মদিন উপলক্ষে মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে একটি বেসরকারি টেলিভিশনের আমন্ত্রণে লাইভ অনুষ্ঠানে অংশ নেন সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা।
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার ফোন পাওয়ার পর বন্যা জানান, খুবই ভালো লাগছে এই ভেবে যে, প্রধানমন্ত্রীর মতো একজন রুচিশীল ও সংগীতপ্রিয় মানুষ এতো সকাল বেলা এ ধরনের অনুষ্ঠান দেখেন।
শেখ হাসিনার পাশাপাশি তার ছোট বোন শেখ রেহানাও শিল্পী বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এ সময় তিনি শিল্পীর কাছে ‘ভরা থাক স্মৃতি সুধায়’ শিরোনামে একটি গানের অনুরোধ জানালে তা অনুষ্ঠানে পরিবেশন করা হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহানা ছাড়াও প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচটি ইমাম, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান, লেখক সৈয়দ শামসুল হক, কবি আসাদ চৌধুরী, শিল্পী হাশেম খানসহ অনেকে অনুষ্ঠানে ফোন করে বন্যাকে জন্মদিনের শুভেচ্ছা জানান।