তাহিরপুরে মাদকবিরোধী র্যালী ও কর্মশালা
কামাল হোসেন,তাহিরপুর(সুনামগঞ্জ)
তাহিরপুরে মাদকবিরোধী প্রচারনার মাধ্যমে সামাজিক সচেনতা ও উদ্ভূদ্ধকরন বিষয়ক র্যালী ও কর্মশালা অনুষ্টিত। গতকাল সোমবার সকাল ১১টায় মাদকবিরোধী একটি বর্ণঢ্য র্যালী উপজেলা সদরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিন করে উপজেলা গণমিলনায়তন কেন্দ্রে কর্মশালায় মিলিত হয়।ইউএনও মোহাম্মদ ইকবাল হোসেন এর সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি প্রভাংশু সোম মহান এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান কামরুল,অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, লোকাল গভর্নেন্স প্রজেক্টের উপজেলা ফ্যাসিলিটেটর মো: জিল্লুর রহমান,ডা: মাজহারুল ইসলাম,পরিবার পরিকল্পনা অফিসার বাবুল চন্দ্র দেব,অফিসার ইনচার্জ মো: শহীদুল্লাহ,তাহিরপুর সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশারফ হোসেন,কেয়ার প্রতিনিধি শেখর দাস প্রমূখ।