তাহিরপুর সীমান্তের ওপারে বিএসএফের হাতে দু’কয়লা চোরাচালানী আটক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জ-৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের তাহিরপুর সীমান্তের ওপারে ভারতীয় বিএসএফের হাতে দু’বাংলাদেশী কয়লা চোরাচালানী আটক হয়েছে। আটককৃতরা হল, উপজেলার উওর শ্রীপুর ইউনিয়নের লালঘাট পশ্চিমপাড়ার জবর আলীর ছেলে আসন আলী ও সুনামগঞ্জ সদর উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের মঙ্গলকাঁটা গ্রামের খুর্শিদ মিয়ার ছেলে আমির হোসেন।
স্থানীয় বিজিবি সুত্রে জানা যায়, উপজেলার চারাগাঁও বিওপির মেইনপিলার ১১৯৬ এলাকা দিয়ে গতকাল সোমবার সকালে এপার থেকে ওপারে ভারতের মেঘালয় পাহাড়ের কোয়ারী থেকে অবৈধভাবে বিনাশুল্কে একদল চোরাচালানী কয়লা আনতে গেলে শিলং ৭৩ বিএসএফের লালাঘাট ক্যাম্পের টহল দল ধাওয়া করে আসন ও আমিরকে আটক করে।
চারাগাঁও বিওপির ক্যাম্প কমান্ডার বিএসএফের হাতে দু’চোরাচালানী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।