ফকিরাপুলে পুলিশ বাস-ট্রাক সংঘর্ষে ২ নারী পুলিশ নিহত
সুরমা টাইমস ডেস্কঃ রাজধানীর ফকিরাপুল মোড়ে একটি পুলিশ বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই নারী পুলিশ সদস্য নিহত হয়েছেন। নিহতরা হলেন পুলিশ কনস্টেবল মনিরা ওআকলিমা। তারা ঘটনাস্থলেই মারা যান। তবে তাদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আহত হন আরো ১৫ জন। রোববার সকাল পৌনে ৬টার দিকে এ ঘটনা ঘটে। বাংলাপ্রেসকে বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার এসআই স্বপন। তিনি জানান, পুলিশ বাসটি রাজারবাগ থেকে ফকিরাপুল এলেই একটি দ্রুতগতির ট্রাক গাড়িটিকে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে যায়। ঘটনাস্থলেই তিন নারী পুলিশ সদস্য নিহত হন। আহত হন আরো ২০ জনের মতো।
আহতদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। এছাড়া নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে ময়নাতদন্তের জন্য নেয়া হয়েছে।