এক মানুষের কণ্ঠস্বর কত রকম হয়? (ভিডিও)

amitসুরমা টাইমস ডেস্কঃ গুলশানের রাজনৈতিক কার্যালয়ে ‘অবরুদ্ধ’ বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফোন করে খোঁজ খবর নিয়েছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রেসিডেন্ট অমিত শাহ। দেশ বিদেশের গণমাধ্যমে এ খবর প্রকাশ হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের মধ্যে আলোচনার ঝড় ওঠে। সেই সাথে শুরু হয় কাঁদা ছোড়াছুড়ি। এরই মধ্যে ক্ষমতাসীনদের মদদ পুষ্ট দুটি বেসরকারি টিভি চ্যানেল অমিত শাহ’র সাথে তাদের টেলিফোনের কতপোকথন দাবি করে তা প্রচার করে।
এনিয়ে খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল শনিবার রাত ১১টা ৩৫ মিনিটে তার ফেইসবুক স্ট্যাটাসে লিখেছেন,
এক মানুষের কণ্ঠস্বর কত রকম হয়? চ্যানেল ২৪, একাত্তর টিভিতে অমিত শাহর কথা এবং তার অরিজিনাল কণ্ঠ শুনে বিচার করুন একই মানুষের কণ্ঠস্বর কিনা। সেই সাথে তিনি তাজাখবরের প্রকাশিত একটি ভিডিও ক্লিপও সংযুক্ত করেন। তবে প্রশ্ন উঠেছে অমিত শাহের সেই এক্সক্লুসিভ ফোনালাপের কন্ঠস্বর নিয়ে, সচেতন পাঠক সমাজে সন্দেহ জেগেছে খোদ অমিত শাহের কন্ঠস্বর নিয়ে। কারন মানুষ একই হলেও দুই টিভিতে প্রচারিত কন্ঠস্বর সম্পূর্ণ ভিন্ন। আবার তাজাখবরের অনুসন্ধানে দেখা যায়, অমিত শাহের যেসব ভিডিও অনলাইনে রয়েছে, সেখানে তার কন্ঠস্বর এই দুই টিভির প্রচারিত কন্ঠস্বর থেকেও আলাদা।
দেখুন সেই ভিডিও:

https://www.youtube.com/watch?v=1FneZdlaEbY