পাশের হার না বাড়িয়ে মেধার হার বাড়ানো প্রয়োজন : হাফিজুর রহমান তালুকদার

Derai Pic 09-01-15জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ দিরাই পৌর শহরের আরামবাগ আবাসিক এলাকায় শুক্রবার অপরাহ্নে ডিএসএস প্রি-ক্যাডেট একাডেমীর অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার বলেছেন, শিক্ষা আজ পণ্যে পরিনত হয়েছে। এরপরও গুনসম্মত শিক্ষার জন্য অভিভাবকরা হন্যে হয়ে গুরছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। আমাদের দেশ স্বাধীনতার ৪৪ বছর অতিবাহিত করলেও, আজ পর্যন্ত দেশে কোন শিক্ষানীতি চালুকরা হয়নি। সরকার বদলের সাথে সাথে শিক্ষানীতি পরিবর্তণ করা হচ্ছে। দেশে শিক্ষার্থী সৃষ্টি না করে পরীক্ষার্থী সৃষ্টির প্রতিযোগিতা মেতেছে শিক্ষা প্রতিষ্ঠান গুলো। এ মুহুর্তে ডিএসএস নামক একটি শিক্ষা প্রতিষ্ঠানের শুভ-সূচনা আমাদের আশান্বিত করছে। আমি একাডেমীর প্ররিচালক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানাব আপনারা আপনাদের প্রতিষ্ঠানকে সুনামের সাথে সামনে এগিয়ে নিয়ে যান, অভিভাবকরা আপনাদের প্রতি আশাবাদী, আপনারা পাশের হার না বাড়িয়ে মেধার হার বাড়াতে আন্তরিক হবেন। একাডেমীর পরিচালক শাহজাহান সিরাজের সভাপতিত্বে ও একাডেমীর ভাইস প্রেন্সিপাল শামসুল ইসলাম সর্দারের পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। প্রধান আলোচক দিরাই ডিগ্রী কলেজেন অধ্যাপক অনুকূল চন্দ্র দে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দিরাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফরহাদ হোসেন, দিরাই উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, দিরাই পৌর সভার প্যানেল মেয়র বিশ্বজিৎ রায়, যুগান্তর দিরাই প্রতিনিধি জিয়াউর রহমান লিটন, আমারদেশ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি একে কুদরত পাশা প্রমূখ।