গাড়িতে বোমা হামলা, ৩ নির্বাহী ম্যাজিস্ট্রেট আহত
সুরমা টাইমস ডেস্কঃ ফেনী শহরে আজ শুক্রবার রাতে বিএনপির নেতৃত্বে ২০ দলীয় জোটের অবরোধ চলাকালে জেলার তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বহনকারী একটি মাইক্রোবাসে বোমা হামলা হয়েছে।এতে তিন জন ম্যাজিস্ট্রেটই আহত হয়েছেন।
এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে। তাঁর নাম নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল কাদির।রাত সাড়ে নয়টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁকে ঢাকায় পাঠানোর আয়োজন চলছিল। প্রাথমিকভাবে আহতদেরকে স্থানীয় ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
বোমায় আহতরা হচ্ছেন- রাশেদুর রহমান, মোহাম্মদ আব্দুল কাদির মিয়া এবং বাকি একজনের পরিচয় জাান যায়নি। গাড়িতে আরো কয়েকজন যাত্রী ছিলো বলে জানা গেছে।তারা কোনো একজন ম্যাজিস্ট্রেটের পরিবারের সদস্য। তবে তারা আহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
অফিসের কাজ শেষে তারা জেলা প্রশাসনের মাইক্রোতে করে ফেনী শহরের ভেতর দিয়ে বাসায় ফিরছিলেন।
রাত নয়টার পর পরই শহরের এসএসকে সড়কের সুপার মার্কেটের সামনে এই বোমা হামলার ঘটনা ঘটে। বোমা নিক্ষেপ করেই অবরোধকারীরা পালিয়ে যায়।