সিলেট চেম্বারের নবনির্বাচিত পরিচালনা পরিষদের দায়িত্ব গ্রহণ
গত ৭ জানুয়ারী ২০১৫ইং বুধবার সকাল ১১:০০ ঘটিকায় চেম্বার কনফারেন্স হলে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যবৃন্দের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ শহিদুল ইসলাম। অনুষ্ঠানে নির্বাচন বোর্ডের চেয়ারম্যান উপজেলা নির্বাহী অফিসার, সিলেট সদর জনাব মীর মোহাম্মদ মাহবুবুর রহমান নির্বাচনে চূড়ান্তভাবে বিজয়ী পরিচালক এবং সভাপতি, সিনিয়র সহ সভাপতি ও সহ সভাপতি পদে বিজয়ীদের নাম ঘোষণা করেন। অনুষ্ঠানে সিলেট চেম্বারের বিদায়ী প্রশাসক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সিলেট জনাব এ জেড এম নূরুল হক নবনির্বাচিত সভাপতি জনাব সালাহ্ উদ্দিন আলী আহমদ এর কাছে চেম্বারের দায়িত্ব হস্তান্তর করেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সিলেট চেম্বারের দীর্ঘদিনের বিরোধের অবসান ঘটিয়ে ব্যবসায়ীরা তাদের নেতৃত্ব নির্বাচন করতে পেরেছেন এটি সিলেটের ব্যবসায়ীদের জন্য মঙ্গলজনক। তিনি নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যদের অভিনন্দন জানান এবং ব্যবসায়ীদের কল্যাণে একতাবদ্ধভাবে কাজ করে যাওয়ার আহবান জানান। এ ব্যাপারে তিনি প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। চেম্বারের বিদায়ী প্রশাসক বলেন, ব্যবসায়ী সমাজ ও দেশের জন্য সিলেট চেম্বারের পক্ষ থেকে অনেক কিছু করার সুযোগ রয়েছে। তিনি সকল দ্বিধাবিভক্তি ভুলে গিয়ে সকলকে একত্রে ব্যবসা-বাণিজ্যের উনড়বয়নে কাজ করে যাওয়ার আহবান জানান। নবনির্বাচিত সভাপতি জনাব সালাহ্ উদ্দিন আলী আহমদ একটি সুষ্ঠু ও সফল নির্বাচন আয়োজনের জন্য চেম্বারের প্রশাসক, নির্বাচন বোর্ড এবং জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানান। তিনি বলেন, অতীতের সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে সিলেটের ব্যবসায়ীরা এখন ঐক্যবদ্ধ। তিনি আগামীতে চেম্বার পরিচালনায় এবং সুনাম বৃদ্ধিতে সর্বস্তরের ব্যবসায়ীদের সহযোগিতা কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট চেম্বারের প্রাক্তন সভাপতি জনাব এম এ ছালাম চৌধুরী, জনাব ফারুক আহমদ মিছবাহ, আপীল বোর্ডের সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের সচিব জনাব মোঃ লুৎফুর রহমান ও সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি জনাব মোঃ মামুন কিবরিয়া সুমন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আপীল বোর্ডের সদস্য ও উপ পরিচালক, জেলা তথ্য অফিস বেগম জুলিয়া জেসমিন মিলি, নির্বাচন বোর্ডের সদস্য এবং সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ আনিছুর রহমান, নবনির্বাচিত সহ সভাপতি জনাব মাসুদ আহমদ চৌধুরী পরিচালক জনাব মোঃ হিজকিল গুলজার, জনাব খন্দকার সিপার আহমদ, জনাব জিয়াউল হক, জনাব মোঃ সাহিদুর রহমান, জনাব আবু তাহের মোঃ শোয়েব, জনাব এনামুল কুদ্দুছ চৌধুরী (এনাম), জনাব নুরুল ইসলাম, জনাব মোঃ ওয়াহিদুজ্জামান ভূট্টো, জনাব শামীম আহমদ রাসেল, জনাব আমিরুজ্জামান চৌধুরী, জনাব এহতেশামুল হক চৌধুরী, জনাব মুকির হোসেন চৌধুরী, জনাব আব্দুর রহমান, জনাব বশিরুল হক, প্রাক্তন সহ সভাপতি জনাব মঞ্জুর আহমদ, সদস্য জনাব মোঃ আবুল হাসনাত, জনাব সমীর লাল প্রমুখ। বিজ্ঞপ্তি