সিলেটে সৌদি গমনেচ্ছুক নারী কর্মীদের নিবন্ধন ২৪ থেকে ২৮ মার্চ : সারাদেশে আজ

bangladeshi female workersসুরমা টাইমস ডেস্কঃ আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে সৌদি আরবসহ অন্যান্য দেশে গমনেচ্ছুক নারী কর্মীদের নিবন্ধন কার্যক্রম। প্রথম পর্যায়ে আজ থেকে ১১ মার্চ পর্যন্ত শুধু ঢাকা বিভাগের বাসিন্দারা নিবন্ধন করতে পারবেন। এরপর ১২ থেকে ১৬ মার্চ রাজশাহী ও রংপুর, ১৭ থেকে ২৩ মার্চ সিলেট ও চট্টগ্রাম এবং ২৪ থেকে ২৮ মার্চ খুলনা ও বরিশাল বিভাগে নিবন্ধন হবে। নিবন্ধনের জন্য নারী কর্মীদের বয়স হতে হবে ২৫ থেকে ৪৫ বছরের মধ্যে। স্থানীয় সরকার বিভাগ ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের যৌথ উদ্যোগে স্থাপিত দেশের প্রতিটি ইউনিয়ন, পৌরসভা এবং সিটি করপোরেশনের নগর ডিজিটাল সেন্টার এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি কার্যালয়ে নিবন্ধন করা যাবে।
প্রতি কর্মদিবসে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিবন্ধন চলবে। নিবন্ধনের জন্য ৩০০ টাকা ব্যয় হবে। এরমধ্যে সরকারি ফি ২০০ টাকা এবং ফরম পূরণে সহায়তার জন্য উদ্যোক্তাকে দিতে হবে ১০০ টাকা। রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসমূহ হচ্ছে, ১. মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) অথবা জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ-তিনটির যে কোন একটি অবশ্যই আনতে হবে। জন্ম নিবন্ধনে যে নাম ঠিকানা ব্যবহার করা হয়েছে পরবর্তীতে হুবহু সেই তথ্যের ভিত্তিতে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) তৈরি করতে হবে। ২. শিক্ষাগত যোগ্যতার সনদপত্র (যদি থাকে) ১ সেট ফটোকপি। ৩. প্রশিক্ষণের সনদপত্র (যদি থাকে)। ৪. অভিজ্ঞতার সনদপত্র (দেশ বা বিদেশ) যদি থাকে। ৫. সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলরের দেওয়া চারিত্রিক সনদপত্র।