মিলানে ৫ জানুয়ারী আওয়ামীলীগের গণতন্ত্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
নাজমুল হোসেন,মিলান: ইতালির মিলানে বাংলাদেশ আওয়ামীলীগের ক্ষমতায় গণতন্ত্রের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা করেছে মিলান লোম্বার্দিয়া আওয়ামিলীগ। সোমবার সন্ধায় স্থানীয় একটি রেস্টুরেন্টে লোম্বার্দিয়া আওয়ামীলীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাহার সভাপতিত্বে পেশাজীবী লীগের আহবায়ক তুহিন মাহমুদ এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন লোম্বার্দিয়া আওয়ামীলীগের প্রবীন নেতা আকরাম হোসেন,আলী আহমেদ,জামিল আহমেদ,রয়েল তালুকদার,জিহাদ খান,হাকিম মাতব্বর,সবুজ রহমান,সাইদুর রহমান,শ্রমিক নেতা মনসুর খালাসী,মোরাদ হোসেন,জালাল আহেমদ প্রমুখ।
বক্তারা বলেন,নির্বাচনের আগে বিএনপি-জামাত জোট দেশে অরাজকতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চেয়েছিল।এই পরিস্থিতি সৃষ্টি করে পিছনের দরজা দিয়ে তারা ক্ষমতায় আসতে পারেনি । কিন্তু দেশের মানুষ তাদের সেই ষড়যন্ত্রের পাতানো ফাঁদে পা দেয়নি।৫ই জানুয়ারির নির্বাচন বানচাল ও যুদ্ধাপরাধীদের রক্ষা করতে বিএনপি-জামাত জোট সারাদেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল, তারা শত শত গাড়িতে আগুন দিয়েছে, ভাঙচুর করেছে ,তাদের সন্ত্রাস, বোমাবাজি ও অগ্নিসংযোগকে উপেক্ষা করে জনগণ আওয়ামিলীগ কে ভোট দিয়েছে। গণতন্ত্রের ধারা অব্যাহত রেখেছে।আজ গণতন্ত্রের প্রথম বর্ষপূর্তি পালন করা হচ্ছে।
সভায় আওয়ামিলিগ,যুবলীগ,পেশাজীবিলিগ, শ্রমিক লীগ সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।