গণতন্ত্র হত্যা কারীদের গণতন্ত্র রক্ষা দিবস পালনের অধিকার নেই : নাছির চৌধুরী
জুবের সরদার দিগন্ত, দিরাই-শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি ঃ যারা দেশের গণতন্ত্র হত্যা করেছে তারা আজ গণতন্ত্রে মুক্ত দিবস পারন করছে, এটা হাস্যকর। গণতন্ত্র হত্যাকারী অবৈধ সরকারের গণতন্ত্র রক্ষা দিবস পালনের কোনো অধিকার নেই। গতকাল সোমাব বিকেল সাড়ে চারটায় দিরাই উপজেলা বিএনপি কতৃক গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে আয়োজিত মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জ জেলা বিএনপির অহবায়ক, সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাছির উদ্দিন চৌধুরী এ সব কথা বলেন। তিনি আরো বলেন,,ভোটার বিহীন অবৈধ আওয়ামীলীগ সরকার আজ দিশেহারা হয়ে বিরোধীদলের নেতাকর্মীদের উপর হয়রানী মুলক মিথ্যা মামলা, গুম, হত্যা চালিয়ে যাচ্ছে, বিরোধীদলের শান্তি পূর্ণ মিছিল সমাবেশ করতে তারা বাধা দিচ্ছে, তাদের নির্যাতনের হাত থেকে ছাত্র-শিক্ষক, সাংবাদিকসহ সাধারণ মানুষের কেউই রেহাই পাচ্ছেনা, গণতন্ত্র হত্যাকারী অবৈধ হাসিনা সরকারের পতন অনিবার্য।
বিকেল সোয়া চারটায় উপজেলা বিএনপি কার্যালয়ের সামন থেকে মিছিল শুরু করে শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে কার্যালয়ের সামনে তারা সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান, সহ-সভাপতি ও দিরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান, হাফিজুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, গোলাপ মিয়া প্রমুখ।
অপরদিকে উপজেলা অওয়ামীলীগ গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে বিকেল ৫টায় মিছিল শেষে সমাবেশ করে, স্থানীয় আওয়ামীলীগ কার্যালয় থেকে মিছিল শুরু করে পৌর শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিন শেষে থানা রোডের গোল চত্তরে এসে তারা সমাবেশ করে। এতে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আছাব উদ্দিন সর্দার, উপজেলা মুক্তিযুদ্ধা কমান্ডার আতাউর রহমান, সহ-সভাপতি সুহেল আহমদ, রঞ্জন রায়, বিশ্বজিত রায় প্রমুখ।