বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধ সবাই ঐক্যবদ্ধ থাকবে

বিশ্বনাথে আ’লীগের বর্ধিত সভায় আব্দুজ জহুর চৌধুরী সুফিয়ান

বিশ্বনাথ প্রতিনিধিঃ সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা প্রশাসক আব্দুজ জহুর চৌধুরী সুফিয়ান বলেছেন, গরীব-মেহনতি-অবহেলিত মানুষের পক্ষে আওয়ামী লীগ সরকার কাজ বলেই শেখ হাসিনার নেতৃত্বে গঠিত সরকার মানুষ বার বার চান। আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে জনগণের এআস্থা ধরে রাখতে হবে। তাই বিএনপি-জামায়াতের নৈরাজ্য প্রতিরোধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
গত শনিবার বিশ্বনাথে উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। বিশেষ অতিথির বক্তব্যে স্থানীয় সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী বলেন, জননেত্রী-প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সমভাবে দেশের সকল ক্ষেত্রে উন্নয়ন হচ্ছে। আওয়ামী লীগের মন্ত্রী-এমপিরা বিএনপি-জামায়াত চক্রের মন্ত্রী-এমপিদের মতো লুটপাঠে বিশ্বাসী নয় বলেই তা সম্ভব হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি মজম্মিল আলী ও সাধারণ সম্পাদক বাবুল আখতারের সঞ্চালনায় বর্ধিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আ ন ম শফিকুল হক, সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাসুকউদ্দিন আহমদ, যুগ্ম-সম্পাদক অ্যাডভোকেট নিজামউদ্দিন, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট শাহ মোশাহিদ আলী, সাংস্কৃতিক সম্পাদক এমাদউদ্দিন মানিক, উপদেষ্ঠা মন্ডলীর সদস্য এস.এম.নুনু মিয়া।
সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, সমছু মিয়া, জবেদুর রহমান, যুগ্ম-সম্পাদক এইচ.এম.ফিরুজ আলী, মো. আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক আমির আলী চেয়ারম্যান, ত্রান ও দূর্যোগ সম্পাদক ফজলু মিয়া, সদস্য আসলম খান, ছয়ফুল হক, ফখরুল আহমদ মতছিন, ব্যাংকার তাজউদ্দিন, শেখ শহিদুল ইসলাম, মাহবুবুর রহমান লিলু, লামাকাজী ইউনিয়নের সভাপতি রইছ আলী, অলংকারী ইউনিয়নের সাধারণ সম্পাদক তফজ্জুল হোসেন, রামপাশা ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম, বিশ্বনাথ সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মহব্বত আলী, দেওকলস ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রুপন।
বর্ধিত সভায় আগামী ১০ জানুয়ারী লামাকাজী ইউনিয়নের, ১৪ জানুয়ারী খাজাঞ্চী ইউনিয়নের, ১৭ জানুয়ারী বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়। এছাড়া দশঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মানিক মিয়া ও সাধারণ সম্পাদক ইলিয়াস মিয়াকে আগামী ১০ জানুয়ারীর মধ্যে পূর্ণ্যাঙ্গ কমিটি গঠন করে উপজেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকের কাছে জমা দেওয়ার নির্দেশ প্রদান করা হয়।