জকিগঞ্জে দুরারোগ্য ৭ রোগীকে সাড়ে ৩ লক্ষ টাকা প্রদান
জকিগঞ্জ প্রতিনিধিঃ জকিগঞ্জে দুরারোগ্য ক্যান্সার, কিডনি ও লিভার সিরোসিসে আক্রান্ত ৭ রোগীকে গতকাল সোমবার সাড়ে তিন লক্ষ টাকার চেক প্রদান করেছে সমাজসেবা অধিদপ্তর। খিলগ্রামের মজনু মিয়া (৬৪), উত্তর খিলগ্রামের নাজমা আক্তার (৩৭), বাদেজমা গ্রামের ফারুক আহমদ (৩৯), পাঠানচক গ্রামের ইয়াছিন উদ্দিন (৪৪), মাইজগ্রামের সৈয়দ রইসুল হক (৭২), আমলশীদ গ্রামের কলেজ শিক্ষার্থী মান্না রানী পাল (১৫), সুরানন্দপুর গ্রামের সানিয়াত আহমদ (৭) কে স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি হেলাল উদ্দিন লস্কর, উপজেলা চেয়ারম্যান ইকবাল আহমদ, সমাজসেবা কর্মকর্তা দেবব্রত দাস এ চেক প্রদান করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জাপা নেতা শামিম আহমদ মেম্বার, হাসান আহমদ, খলাছড়া ইউপি জাপা সভাপতি আব্দুস সালাম প্রমূখ।