পুরান ঢাকায় ২০ টি পেট্রোল বোমা উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ পুরান ঢাকার গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকায় ২০টি অবিস্ফোরিত পেট্রোল বোমা উদ্ধার উদ্ধার করেছে গেন্ডারিয়া থানা পুলিশ। সোমবার সকালে এই বোমাগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বোমাগুলো বর্তমানে থানায় রাখা হয়েছে।
গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ আলম বলেন, সোমবার সকাল ৭ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গেন্ডারিয়া থানার দয়াগঞ্জ এলাকা থেকে অবিস্ফোরিত অবস্থায় ২০ টি পেট্রোল বোমা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।