দাবি আদায়ের দীপ্ত শপথের মধ্য দিয়ে হোটেল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সম্মেলন সম্পন্ন

789-12 789-13সুরমা টাইমস রিপোর্টঃ বিপুল উৎসাহ উদ্দিপনা ও দাবী আদায়ের দীপ্ত শপথের মধ্যে দিয়ে সম্পন্ন হয়েছে বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট সুইট মিট শ্রমিক ফেডারেশনের চতুর্থ কেন্দ্রীয় সম্মেলন। গতকাল ১৯ সেপ্টেম্বর জাতীয় প্রেসক্লাব মিলনায়তন ঢাকায় এই সম্মেলন অনুষ্টিত হয়। তিন পর্বে বিভক্ত এই সম্মেলনের ১ম পর্বে ছিল উদ্বোধন ও অতিথিদের আলোচনা। ২য় পর্বে ছিল সম্পাদকের রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট ও আলোচনা, বিষয় নির্ধারণী সভা ও কমিটি নির্বাচন। ৩য় পর্বে ছিল সাংস্কৃতিক অনুষ্টান। সকাল সাড়ে ১০টায় সম্মেলন উদ্বোধন করেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় সভাপতি শ্রমিক নেতা খলিলুর রহমান খান, প্রধান অতিথি ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এর কেন্দ্রীয় সভাপতি ডাক্তার এম এ করিম, সম্মেলনে সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মোঃ আব্দুল খালেক, সম্মেলনের শুরুতে আশুলিয়া তাজরিন গার্মেন্স এর শ্রমিক এর মৃত্যু, সাভার রানা প্লাজায় ও মিরপুর কালশিতে শ্রমিককে পুড়িয়ে হত্যা সহ সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন। সম্মেলনে শুভেচ্ছা বক্তব্য রাখেন হোটেল শ্রমিক লিগ নেতা মোঃ মিজানুর রহমান, ট্রেড ইউনিয়ন ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি আতিউল ইসলাম, জাতীয় ছাত্রদল কেন্দ্রীয় যুগ্ম আহবায়ক তৌফিক হাসান পাপ্পু, বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি ও ধ্র“বতারা সাংস্কৃতিক সংসদ কেন্দ্রীয় সভাপতি শ্যামল কুমার ভৌমিক, ওএসকে এন্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক চৌধুরী আশিকুল আলম, বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিষ্টি বেকারী শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি আক্তারুজ্জামান। উদ্বোধনী পর্বে অতিথিদের আলোচনার পর দুপুরের খাবারের জন্য একঘণ্টা খাবার বিরতি শেষে শুরু হয় সাধারণ সম্পাদকের রাজনৈতিক সাংগঠনিক রিপোর্ট। লিখিত রির্পোট পাঠ করেন সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও বৃহত্তর ময়মনসিংহের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন। রির্পোটের উপর আলোচনা করেন বাংলাদেশ বাংলাদেশ হোটেল রেষ্টুরেন্ট মিস্টি বেকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, নওগাঁ জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোকছেদ, রংপুর হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল জলিল, কুষ্টিয়া জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি রমজান আলি বিশ্বাস, শেরপুর জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাকদ আব্দুর রহমান, জিনাইদহ জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক স্বপন কুন্ড, চুয়াডাঙ্গা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি বাবুল সেন, নড়াইল জেলা সভাপতি ওয়াসিম, যশর জেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ ছাদেক মিয়া, মৌলভীবাজার জেলা সভাপতি মোস্তফা কামাল, ছাতক থানা সভাপতি মোঃ আনসার, নাটোর জেলা সাংগঠনিক সম্পাদক ওকিল মন্ডল, নড়াইল জেলা সভাপতি বাচ্চু মিয়া, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, নাটোর জেলা সাধারণ সম্পাদক সমরচন্দ্র সরকার, টংগাইল জেলা সভাপতি তারা মিয়া, বরিশাল জেলা সাধারণ সম্পাদক নান্নু মিয়া, বৃহত্তর ময়মনসিংহের সভাপতি আব্দুস সালাম, বরগুনা জেলা সাধারণ সম্পাদক মোঃ সেলিম, টাঙ্গাইল জেলা সাবেক সভাপতি মোঃ আলি, নড়াইল জেলা সভাপতি মোঃ ওয়াসিম, ঢাকা জেলা সভাপতি আক্তারুজ্জামান, চুয়াডাঙ্গা জেলা সভাপতি বাবুল শেখ, ভৈরব জেলা সভাপতি ছগির হোসেন, বৃহত্তর খুলনা অঞ্চলের নেতা ফরিদ হোসেন, বরিশাল জেলা সভাপতি বাবুল তালুকদার, কালিগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আছ্দাুল ইসলাম, যশোহর জেলা সাধারণ সম্পাদক নূরুল ইসলাম, নড়াইল জেলা শাখার নেতা আকবর হোসেন। আলোচনা শেষে সাধারণ সম্পাদকের খচড়া রির্পোট ও সংগঠনের ঘোষনাপত্র, প্রস্তাবনা অনুমোদন করা হয়। এরপর শুরু হয় বিষয় নির্ধারণী সভা ও কমিটি গঠনে আলোচনা। সভায় সভাপতিত্ব করেন সভাপতি মো: আব্দুল খালেক। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মো: ইয়াছিন। সভার শুরুতে সাধারণ সম্পাদক বিগত কমিটির সকল নেতৃবৃন্দের সাংগঠনিক তৎপরতা ও ভূমিকা নিয়ে আলোচনা করে ২০১৪-১৭ সনের নতুন কমিটি নির্বাচনের বিষয়ে আলোচনা করার আহবান জানান। উপস্থিত কাউন্সিলারদের মতামতের প্রেক্ষিতে নতুন কমিটি নির্বাচন করা হয়। নির্বাচিতরা হলেন, সভাপতি আব্দুল খালেক, সহ-সভাপতি নুরুল ইসলাম, শরিফুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক, রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, আক্তারুজ্জামান খান, হুমায়ুন কবির, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, প্রচার সম্পাদক রহমত আলী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো: সোলায়মান, অর্থ সম্পাদক শ্রী খোকন ঘোষ, দপ্তর সম্পাদক আক্তার হোসেন নিলু, কার্যনির্বাহী সদস্যরা হলেন, আকবর শেট, ছাদেক মিয়া, মোস্তুফা কামাল, সাইফুল ইসলাম, মিন্টু, মো: ফারুক, মো: বাবুল, লিয়াকত মৃধা, তোফাজল হোসেন, আব্দুস সালাম, আব্দুল কাদের কালু, আব্দুর রহমান, মোকছেদ আলী, শ্রী সমর সরকার, ময়নুল দেওয়ান, আব্দুল জলিল, মো: রনি, গিয়াস উদ্দিন, ছগীর হোসেন, নান্নু মিয়া, মো: সেলিম, জয়নাল আবেদিন, ইসমাইল হোসেন, আব্দুর রাজ্জাক, সালেহ আহমদ, মো: খোকন, জহিরুল ইসলাম, জসীম উদ্দিন, আব্দুর রহিম, জহিরুল ইসলাম বাদল, ফরিদ হোসেন, তাইজুল ইসলাম, আমির হোসেন, শরিফুল ইসলাম, নুরু মিয়া, রমজান আলী বিশ্বাস, মো: আলী, আরিফুল ইসলাম, তারা মিয়া, আব্দুর রহমান, রাজু খান, আলম মিয়া, মন্টু চন্দ্র চাকি, নজরুল ইসলাম, স্বপন কুন্ড, আমির হোসেন বিশ্বাস, আব্দুল মান্নান, মো: ওয়াসিম, বাদশা মিয়া বাচ্চু। নির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান ট্রেড ইউনিয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি খলিলুর রহমান খান।

নির্বাচিত কমিটির ১ম সভা অনুষ্ঠিত

সম্মেলন সমাপ্তের পর নর্ব নির্বাচিত কমিটির ১ম সভা সম্মেলন স্থলে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন নির্বাচিত সভাপতি মো: আব্দুল খালেক। সভায় গেজেট শ্রম আইন বাস্তবায়ন ও ঈদ বোনাসের দাবিতে ২৬ সেপ্টেম্বর দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার সিন্ধান্ত গৃহিত হয় এবং আাগামী ৩১ অক্টোবর সকাল ১০ ঘটিকার সময় কেন্দ্রীয় কমিটির পরবর্তী সভা করার সিন্ধান্ত গৃহিত হয়। সম্মেলন থেকে ২৪ নভেম্বর ২০০৯ সালে সরকার ঘোষিত গেজেট ও শ্রম আইন বাস্তবায়ন সহ আসন্ন শারদীয় দুর্গা পূজা ও ঈদুল আযহায় উৎসব বোনাস প্রদানের দাবি জানানো হয়।