গুলশান কার্যলয়ে ব্যারিকেড তুলে নেয়া হয়েছে

Khaleda Zia2সুরমা টাইমস ডেস্কঃ খালেদা জিয়ার কার্যালয়ের সামনে থেকে ব্যারিকেড তুলে নেয়া হয়েছে। তিনি এখন তার বাসায় যেতে পারেন বলে জানিয়েছেন কর্তব্যরত পুলিশ কর্মকর্তা নজরুল ইসলাম। শুক্রবার রাত ১টার দিকে তিনি সাংবাদিকদের বলেন, ‘নাউ শি ইজ পারমিটেড গোয়িং টু হোম।’
চেয়ারপারসনের কার্যালয়ের গেটে পুলিশের যে ব্যারিকেড ছিল তাও তুলে নেয়া হয়েছে। তবে অতিরিক্ত পুলিশ এখনও মোতায়েন রয়েছে।
চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস গুলশান কার্যালয়ের গেটে সাংবাদিকদের বলেন, ‘বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়েছে শুনে চেয়ারপাসন বেগম খালেদা জিয়া তাকে দেখার উদ্দেশ্যে বের হতে চেয়েছিলেন। গাড়িতে এসে আধা ঘণ্টা বসে ছিলেন। চেয়ারপারসনের নিরাপত্তা কর্মকর্তারা পুলিশ ব্যারিকেড তুলে নেয়ার অনুরোধ করলেও তারা তা শোনেননি।’
শিমুল বিশ্বাস বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে অবরুদ্ধ করে রাখা হয়েছে। নয়াপল্টনের দলীয় কার্যালয় থেকে রিজভী আহমেদকে আটক করে তা বন্ধ করে দেয়া হয়েছে।’
খালেদা জিয়া এখন বাসায় যেতে পারবেন পুলিশ কর্মকর্তার এই বক্তব্যের জবাবে শিমুল বিশ্বাস বলেন, ‘বিএনপি চেয়ারপারসনকে ৩০ মিনিট অবরুদ্ধ রাখা হয়েছে।’
তবে রাত সোয়া ২টায় এই রিপোর্টের সর্বশেষ হালনাগাদ করা পর্যন্ত খালেদা জিয়া তার কার্যালয়েই অবস্থান করছেন। তিনি এখানেই অবস্থানের চিন্তাভাবনা করছেন বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে তার জন্য খাবার আনা হয়েছে।