আন্দোলন করে আ’লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না

মহানগর আ’লীগ সহ-সভাপতি আবদুল খালিক

PHOTO 19-07-14সিলেট মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার ও মহানগর আ’লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবদুল খালিক বলেছেন, অল্প সময়ের মধ্যে মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ যে কার্যক্রম পরিচালনা করেছে তা সত্যিই প্রশংসার দাবিদার। এভাবে প্রজন্মলীগের কার্যক্রমকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি বলেন, ঈদের পর বর্তমান সরকারের বিরুদ্ধে বিএনপি নেত্রী খালেদা জিয়ার আন্দোলনের হুশিয়ারি পাগলের প্রলাপ ছাড়া আর কিছুই নয়। এসব আন্দোলন-টান্দোলন করে আ’লীগকে ক্ষমতা থেকে নামানো যাবে না। তিনি বলেন, এসব হুজুগে হুশিয়ারিতে কান না দিয়ে শেখ হাসিনার নেতৃত্বে আ’লীগের প্রত্যেক নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে। তিনি গতকাল শনিবার বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সিলেট মহানগর শাখার আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। নগরীর চৌহাট্টাস্থ একটি অভিজাত রেষ্টুরেন্ট এই সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়। ইফতার পূর্ব আলোচনা সভায় মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি এস.এম আলী হোসেনের সভপতিত্বে ও মহানগর সিনিয়র যুগ্ম সম্পাদক মো. মিনহাজ ইউ মুন্নার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর আ’লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, জেলা আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সভাপতি মো. জাকারিয়া আহমদ, মহানগর আওয়ামীলীগ ৬ ও ১১ নং ওয়ার্ড সভাপতি যথাক্রমে ফারুক আহমদ ও সালাই বক্স সালাই, মহানগর আওয়ামীলীগ নেতা ডা. এস.এ. গফুর, বীর মুক্তিযোদ্ধা সতেন্দ্র দাস, মহানগর যুবলীগ নেতা হাজী আসাদুজ্জামান আছাদ ও পিংকু আব্দুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সাধারণ সম্পাদক শাকিল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের সিনিয়র সহসভাপতি মুহিবুর রহমান লাভলু, ডা. পান্নালাল ধর, সাংগঠনিক সম্পাদক রুমেল আহমদ, যুগ্ন সাধারণ সম্পাদক আল মামুন বাবুল, সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ছাদেক, মামুন আহমদ মাসুম, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক বাপ্পী চৌধুরী, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আবদুল জলিল সুমন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক সামসুন নূর তালুকদার, ছাত্র বিষয়ক সম্পাদক মিলাদ হোসেন, প্রচার সম্পাদক নুরুল ইসলাম, মহানগর আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগের বিভিন্ন ওয়ার্ডের নেতা খোকন মিয়া, আরিফ আহমদ, শাহীন আহমদ, লিপু আহমদ, রকিব লিয়াকত, লিটন আহমদ, রাসেল আহমদ, এনামুল হক মুন্না প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নুরজ্জামান আদেল। মোনাজাত পরিচালনা করেন মাওলানা শিহাব উদ্দিন ।