সিলেটে আদালত পাড়া থেকে জামায়াত শিবির সন্দেহে আটক ৬
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট আদালত পাড়া থেকে জামায়াত-শিবির সন্দেহে ৬ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকাল ১১টার দিকে তাদেরকে আটক করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি আসাদুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ১০টায় জেলা আইনজীবি সমিতির একটি কক্ষে ‘শ্রমিক কল্যান সমিতি’র ব্যানারে জামায়াত-শিবির নেতাকর্মীরা বৈঠক করছিল। এমন সংবাদ পেয়ে পুলিশ সদস্যরা আদালত পাড়ার আশপাশে অবস্থান নেয়। পরে বৈঠকে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়।
প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর নগরীর জিন্দাবাজারস্থ আল হামরা শপিং সিটিতে কোতেয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে ‘দর্জি কল্যান ফেডারেশন’র দ্বি-বার্ষিক সম্মেলন থেকে জামায়াত সন্দেহে দর্জি কল্যান ফেডারেশন’র ১২ জনকে আটক করেছিল।