বালাগঞ্জে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্ঠিত : হাজার হাজার শিক্ষার্থীদের মধ্যে আনন্দের বন্যা

শাহ মো. হেলাল, বালাগঞ্জঃ সারা দেশের মতো বালাগঞ্জে বৃহস্পতিবার পাঠ্যপুস্তক বিতরণ উৎসব অনুষ্টিত হয়েছে। এ উৎসবে উপজেলার প্রায় ৭৫হাজার শিক্ষার্থীর মধ্যে সোয়া ৫লাখ কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। প্রাথমিক পর্যায়ে সরকারী-বেসরকারী ২শ ৩৩টি, মাধ্যমিক পর্যায়ে ৩৫টি উচ্চ বিদ্যালয় এবং আরও ২০টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানের যথাক্রমে ২লাখ ৮৯হাজার এবং প্রায় ২লাখ ২৫হাজার কপি পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বছরের প্রথম দিন নতুন পাঠ্যপুস্তক হাতে পেয়ে উপজেলার হাজার হাজার শিক্ষার্থী আনন্দের বন্যায় ভেসে যায়। বই নিয়ে ঘরে ফিরেই শিক্ষার্থীরা নতুন করে পড়ালেখায় মনোনিবেশ করতে দেখা গেছে।

এদিকে পাঠ্যপুস্তক বিতরণ উৎসব উপলক্ষে গতকাল উপজেলার হাড়িয়ার গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুর রহমানের সভাপতিত্বে এবং শিক্ষক আতাউর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে পাঠ্যপুস্তক তুলে দেন জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তাকুর রহমান মফুর, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বিআরডি’র চেয়ারম্যান মো. আনহার মিয়া, উপজেলা শিক্ষা কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন প্রমুখ।
এছাড়া সকালে পৃথক পৃথক অনুষ্ঠানে উপজেলার গহরপুর আব্দুল মতিন মহিলা একাডেমীতে পুস্তক বিতরণ করেন যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট শিক্ষানুরাগী শাহনূর চৌধুরী, একাডেমীর কর্মকর্তা আব্দুর কাদির, জিল্লুর রহমান সুহেব, গহরপুর রাইটার্স কাবের সভাপতি জিল্লুর রহমার জিলু, শিওরখাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পুস্তক বিতরণ করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল করিম তালুকদার, পরিচালনা কমিটির সদস্য এসএম হেলাল, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সুলতানা পারভিন, সহকারী শিক্ষক সুলতান আহমদ, নশিওরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি আব্দুল শাহাদত রুকন, তখলিছুর রহমান, প্রধান শিক্ষক নিবেদিতা ভট্রাচার্য , দেওয়ানবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামসুল আলম, জামালপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. সিরমান উদ্দিন, প্রধান শিক্ষক মো. সমছু মিয়া, জনকল্যাণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মঈনুল ইসলাম সালেহ, সহসভাপতি মো. ইয়াওর আলী, প্রধান শিক্ষক আব্দুস সাত্তার প্রমুখ।